দেশের ফুটবল অঙ্গনে বড় নাম ‘সাইফ স্পোর্টিং ক্লাব।’ বৈশ্বিক মন্দারর সঙ্গে পেরে না ওঠার কারণ দেখিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল থেকে নিজেদের নাম সরিয়ে নেওয়ার জন্য চিঠি দিয়েছে বাফুফে বরাবর।
এ নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বুধবার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন সাইফ স্পোর্টিংয়ের ফুটবল থেকে সরে যাওয়া ইস্যুতে চিঠি পাওয়ার কথা।
সাইফ স্পোর্টিং ক্লাবের চিঠি নিয়ে আবু নাঈম বলেন, ‘কারণ হিসেবে তারা উল্লেখ করেছে বৈশ্বিক ট্রেড অ্যান্ড কমার্সের পরিস্থিতির কথা। বৈশ্বিক পরিস্থিতির বিবেচনায় তাদের পক্ষে আর ফুটবল-সংক্রান্ত কাজে মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণটিই তারা হাইলাইট করেছে।’
ফুটবল থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কারণ হিসেবে ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘যে পরিমাণ ব্যয় এর বিপরীতে রিটার্ন সেভাবে আসছে না। জাতীয় ফুটবলে সেভাবে প্রভাব পড়ছে না। এর পাশাপাশি গ্রুপের বাণিজ্যিক কাজে ব্যস্ততাও অনেক। দল পরিচালনায় অনেক সময় প্রয়োজন। সময় দেওয়াও কঠিন হয়ে যাচ্ছে গ্রুপের পক্ষ থেকে।’
এদিকে এক দিন আগেই বাফুফের কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের দায়ে সাইফ স্পোর্টিং ক্লাবের আর্জেন্টাইন কোচ আন্দ্রেয়াস ক্রুসিয়ানিকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা ছাড়াও ১ লাখ টাকা জরিমানা করে। এর পরপরই ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় সাইফ স্পোর্টিং ক্লাব।