বাংলাদেশকে টানা দুটি সিরিজ হারিয়ে সুদিনে ফেরার ইঙ্গিত দিয়েছে জিম্বাবুয়ে। ক্রিকেটে নিজেদের ঐতিহ্য ফিরে পেতে দারুণ লড়াই করে যাচ্ছে দেশটা। এবার ভারতকে সিরিজ হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছেন বলে জানিয়েছেন বাংলাদেশের বিপক্ষে শতক হাঁকানো ইনোসেন্ট কাইয়া।
বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর দীর্ঘ ৯ বছর পর ওয়ানডে সিরিজও জেতে ২-১ ব্যবধানে। এই ওয়ানডে সিরিজ জয়ের পথে দারুণ ভূমিকা ছিল কাইয়ার। সিকান্দার সঙ্গে রেকর্ড জুটি গড়ে শতক তুলে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।
এবার দলটার লক্ষ্য ভারতের বিপক্ষেও তেমন কিছু। আগামী ১৮ আগস্ট থেকে শুরু হচ্ছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি। ঘরের মাঠে কিছুটা হলেও এগিয়ে থাকবে জিম্বাবুয়ে। কেননা, ভারত তাদের মূল দলের বেশির ভাগ ক্রিকেটারকে পাঠায়নি এই সফরে।
কয়েকজন নিয়মিত খেলোয়াড় না থাকলেও লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলটাও বেশ ভালো। অবশ্য বাংলাদেশ সিরিজের মতো ভারতের বিপক্ষেও খেলা হচ্ছে না জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস ছাড়াও দুই সেরা পেসার ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারাকে। এতকিছুর পরও ভারতকে হুংকার দিয়ে রাখলেন এই ডানহাতি ব্যাটার। কাইয়া হতে চান সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক।
‘আমার মনে হচ্ছে ভারতকেও সিরিজে হারাতে পারব। আশা করি ২-১ ব্যবধানে সিরিজ জিতব আমরা। নিজের কথা বললে, এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাই। অন্তত দুইটা সেঞ্চুরি করতে চাই। আমার এটুকই পরিকল্পনা।’
সম্প্রতি দলটির দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ডেভ হটন। দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন ভয়ডর হীন ক্রিকেট খেলতে। মূলত হটনের এক কথাতেই মানসিকতা বদলে ফেলেছেন বলে জানান কাইয়া।
‘কোচ সব সময় আমাদের সাহস দেন। যাতে করে সবাই নিজেদের সেরাটা দিতে পারি। ক্রিকেটীয় জ্ঞানেই সীমাবদ্ধ থাকেন না তিনি, আমাদের মানসিকতা বদলে দেয়ার পেছনেও দারুণ ভূমিকা রাখছেন। মানসিকতা বদলে ফেলেছি বলেই জয় আসছে।’