ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

প্রথমবারের মতো কোচিংয়ে দায়িত্বে লারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২ , ০৪:৪৫ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

সর্বশেষ আইপিএলে বাজে পারফরম্যান্স করেছে সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক হিসেবে কেইন উইলিয়ামসন এবং কোচ হিসেবে টম মুডির মতো নাম থাকা সত্ত্বেও আটে থেকে সিজন শেষ করেছে অরেঞ্জ আর্মিরা।

বিজ্ঞাপন

সেই সিজনে মুডির সঙ্গে কোচিং প্যানেলে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারাও। তিনি কৌশলগত পরামর্শক এবং ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গত সিজনে। আসছে ২০২৩ আইপিএলে মুডিকে সরিয়ে লারাকে পূর্ণকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সানরাইজার্স কর্তৃপক্ষ।

মুডি এবং সানরাইজার্স কর্তৃপক্ষ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে সানরাইজার্সের দায়িত্ব ছেড়ে আইএল টি-টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্সের দায়িত্ব নিয়েছেন মুডি। যেটা ২০২৩ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো মাঠে গড়াবে।

বিজ্ঞাপন

কোনো দলের কোচ হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব নিলেন লারা। গত সিজনে সানরাইজার্সের খারাপ ভাগ্য কী লারার হাত ধরে ফিরবে, সেটাই এখন দেখার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |