ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ওভার শেষের আগেই শ্রীলঙ্কার কাছে অল-আউট পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২ , ০৯:৪৪ পিএম


loading/img

আগামী রবিবার দুবাইতে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। তার আগে সুপার ফোরের গুরুত্বহীন ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। ম্যাচটা গুরুত্বহীন হলেও প্রি ফাইনাল কিংবা গা গরমের ম্যাচ বলা চলে।

বিজ্ঞাপন

এমন ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে গোটা কুড়ি ওভারও খেলতে পারেনি পাকিস্তান। তার আগেই ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে তুলেছে ১২১ রান।

ব্যাট করতে নেমে দুই ওপেনারের জুটি ভাঙে স্কোর বোর্ডে ২৮ রান যোগ কর। মোহাম্মদ রিজওয়ান ১৪ রান করে ফেরার পর ফখর আজম ফেরেন ১৩ রান করে।

বিজ্ঞাপন

গোটা আসরে রান খরায় থাকা বাবর আজম শুরুটা ভালো করলেও বড় করতে পারেননি ইনিংস। ২৯ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন করুনারত্নের বলে ক্যাচ দিয়ে।

এরপর বাকি ব্যাটাররা হয়েছেন ব্যর্থ। মোহাম্মদ নওয়াজ করেন ১৮ বলে ২৬ রান। সবমিলে ১২১ রানে থামে পাকিস্তান।

শ্রীলঙ্কার পক্ষে ৩ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২টি করে উইকেট নেন মাহেশ থেকশানা ও প্রমোদ মাদুশান। ১টি করে উইকেট নেন ধনঞ্জয়া ডি সিলভা ও চামিকা করুনারত্নে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |