ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

শ্রীলঙ্কার অপরিবর্তিত একাদশ, পাকিস্তানের দুই পরিবর্তন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১১ সেপ্টেম্বর ২০২২ , ০৭:৪৮ পিএম


loading/img

পর্দা নামছে এশিয়া কাপের ১৫তম আসরের। ৭ দলের লড়াই শেষে ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

বিজ্ঞাপন

দুবাই স্টেডিয়ামে গত কয়েক ম্যাচে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে টস। রান তাড়া করে জয়ের সংখ্যাই বেশি। টস জিতে সেটাই মনে করিয়ে দিলেন পাকিস্তান অধিনায়ক।

‘আমরা প্রথমে বোলিং করব। আমাদের আত্মবিশ্বাসের সর্বোচ্চ। এই টুর্নামেন্টে আমরা খুব ভালো খেলেছি। প্রতিটি ম্যাচে আমাদের নতুন নতুন ম্যাচ সেরা খেলোয়াড় পেয়েছি। দলে ফিরেছেন শাদাব, নাসিম।’

বিজ্ঞাপন

পাকিস্তান একাদশে এসেছে দুটি পরিবর্তন। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে থাকা উসমান ও হাসান আলীর পরিবর্তে ফাইনালের একাদশে ফিরেছেন বিশ্রামে থাকা শাদাব খান ও নাসিম শাহ।

টস হেরে যাওয়া লঙ্কান অধিনায়কের চাওয়াও ছিল আগে বোলিং করা। তবে ফাইনাল ম্যাচে একাদশে আসেনি কোনো পরিবর্তন।

টসে হেরে শানাকা বলেন, আগে বোলিং করাটাই ভালো ছিল। তবে ফাইনাল হওয়ায় ব্যাটিং করতে পেরে খুশি। আমাদের ওপেনাররা দুর্দান্ত ফর্মে। মাধুশঙ্কা এবং মহেশ দুর্দান্ত খেলছে। বিশ্বকাপের জন্য ভালো ব্যাপার। আমরা একই দল নিয়ে নামছি।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেট রক্ষক), দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, প্রমোদ মাদুশান, মহেশ থেকশান, দিলশান মদুশান।

বিজ্ঞাপন

পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, আসিফ আলী, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |