পাওয়ার প্লেতে মাত্র ৩৬ রান করতেই টপ-অর্ডার শেষ শ্রীলঙ্কার। এরপরও ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে লঙ্কানরা। টস হেরে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিস শূন্য, পাথুম নিশাঙ্কা ৮ আর ধানুষ্কা গুনাথিলাকার বিদায় ১ রানে। তিন উইকেটের দুটিই বোল্ড। নাসিম শাহ একটি আর হারিস রউফ তুলে নেন দুটি উইকেট।
এমন বিধ্বস্ত শুরুর পর ধনঞ্জয়া ডি সিলভার ভানুকা রাজাপাকসা মিলে গড়েন প্রতিরোধ। ধনঞ্জয়াকে ২৮ (২১) রানে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান ইফতিখার আহমেদ। এরপর দাসুন শানাকাকে ২ রানে ফেরান শাদাব খান।
এমন বিপদের মুখে রাজাপাকসা আর ওয়ানিন্দু হাসারাঙ্গা মিলে বাঁধেন ৫৮ (৩৬) রানের জুটি। ২১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৬ রান করে হাসারাঙ্গা বিদায় নেন হারিসের বলে ক্যাচ দিয়ে। তবে রাজাপাকসা তুলে নেন অর্ধশতক।
শেষ দিকে চামিকা করুনারত্নেকে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে পাকিস্তানকে। ভানুকা ৭১ (৪৫) ও করুনারত্নে অপরাজিত থেকেছেন ১৪ (১৪) রানে।
পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন হারিস রউফ। ১টি করে উইকেট নেন নাসিম শাহ, শাদাব খান ও ইফতিখার আহমেদ।