ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের হার উদযাপন আফগানিস্তানে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ , ০৭:৪১ পিএম


loading/img

নিদাহাস ট্রফির কথা মনে পড়ে? স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে নাগিন নৃত্য দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচের পর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ যেন ভারত-পাকিস্তান ম্যাচের আরেক ভার্সন। এবার এই তালিকায় যুক্ত হলো পাকিস্তান-আফগানিস্তান।

বিজ্ঞাপন

সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ১ উইকেটে হেরে বিদায় নেয় আফগানিস্তান। ওই ম্যাচে পাকিস্তানি ব্যাটার আসিফ আলী ও আফগান পেসার ফরিদ আহমেদের সঙ্গে বাগবিতণ্ডার পর গ্যালারিতে পাকিস্তানি সমর্থকদের বেদম মারধর করে আফগান সমর্থকরা। দুই দেশের রাজনৈতিক বৈরী সম্পর্ক আর ক্রিকেট মাঠের লড়াই মিলে হয়ে উঠেছে একে অন্যের প্রতিপক্ষ।

রোববার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যায় পাকিস্তান। এরপর আফগানিস্তানের রাজধানী কাবুলে হয়েছে আনন্দ মিছিল। আফগানিস্তানের গণমাধ্যম কর্মী আবদুল হক ওমেরির টুইট করা একটি ভিডিওতে দেখা যায় ছোট-বড় সবাই মিলে রাস্তায় নেমে উদযাপন করছে পাকিস্তানের পরাজয়।

বিজ্ঞাপন

চলতি এশিয়া কাপেই প্রথম নয়, এর আগে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে দুই দলের ম্যাচ চলাকালীন সময়েও গ্যালারি এবং মাঠের বাইরে ব্যাপক মারামারি করে সমর্থকরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |