ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

দুঃসময় মুশফিকের, হাঁটুতে ছয় সেলাই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ , ০২:২৪ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। এশিয়া কাপ শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এই ক্রিকেটার। এবার বেশ বাজেরকমের চোটে পড়েছেন এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

ফিটনেস ঠিক রাখতে জিমে কাজ করতে গিয়েছিলেন মুশফিক। সেখানে বাম পায়ের হাঁটুতে চোট পান এই ক্রিকেটার। সেই চোট পাওয়া জায়গায় দিতে হয়েছে ছয়টি সেলাই। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এই মুহূর্তে মুশফিকের সামনে কোনো খেলা নেই। তবুও নিজের ফিটনেস নিয়ে সচেতন এই ক্রিকেটার। নিজেকে ফিট রাখার তাগিদে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের জিমনেসিয়ামে গিয়েছিলেন তিনি। সেখানে ফিটনেস নিয়ে কাজ করার সময় একপর্যায়ে দুর্ঘটনাবশত বাম পায়ের নিচে চোট পেয়েছেন মুশফিক।

বিজ্ঞাপন

পরবর্তীতে ছয় সেলাই দেওয়া হয়েছে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের হাঁটুতে। বিসিবির চিকিৎসক কমিটিতে থাকা মনজুর হোসাইন জানিয়েছেন, এই চোট কাটিয়ে উঠতে অন্তত দুই সপ্তাহ বা ১৪ দিন সময় লাগবে মুশফিকের।

সামনের মাসের ১০ অক্টোবর দেশে শুরু হবে জাতীয় লিগ। এর আগেই অবশ্য সুস্থ হয়ে ফিরবেন এই ক্রিকেটার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |