ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

চোট পেয়ে মাঠের বাইরে সৌম্য, খেলবেন বিপিএলে!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ০৩:৪৫ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছিলেন। এই ব্যাটারের ঝলমলে ব্যাটিংয়েই গ্লোবাল সুপার লিগে শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। তবে দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান আসন্ন বিপিএলে খেলা নিয়ে পড়েছে শঙ্কায়। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোট পেয়েছেন সৌম্য। সেই চোট এখনও ভোগাচ্ছে তাকে।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পান সৌম্য। স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুল ফেটে যায় তার। পরে পর্যবেক্ষণে জানা যায়, আঙুলের হাড় স্থানচ্যুত হয়েছে। কেটে যাওয়ায় পাঁচটি সেলাইও লাগে সৌম্যর। যে কারণে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সৌম্যকে।

এদিকে আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। তবে এখনও চোট সারেনি সৌম্যর। যে কারণে আসরের শুরুতে খেলা হচ্ছে না সৌম্যর। শঙ্কা আছে টুর্নামেন্টের পরবর্তী অংশ নিয়েও। তবে আশার কথা সেই শঙ্কা দূর করতে শনিবার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিচ্ছেন এই ওপেনার।

বিজ্ঞাপন

সব ঠিক থাকলে বিপিএলের চট্টগ্রাম পর্ব থেকে খেলার প্রবল সম্ভাবনা রয়েছে তার। তবে বিশেষজ্ঞ ডাক্তার দেখার পর সৌম্যের মাঠে ফেরা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। তখন নিশ্চিত হওয়া যাবে ঠিক কবে নাগাদ মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

এবারের আসরে আধুনিকসব প্রযুক্তি যোগ করা হয়েছে। উন্নতমানের ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরা সংযোজন করা হয়েছে। এ ছাড়াও দর্শকদের জন্যও থাকছে বেশ কিছু নতুন আয়োজন।

আরটিভি/এমএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |