ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

গলফার সিদ্দিকুরের আরেক অর্জন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১২ অক্টোবর ২০২২ , ০৪:৫২ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

বাংলাদেশের গলফ তারকা সিদ্দিকুর রহমানের ঝুলিতে যোগ হয়েছে নতুন অর্জন। প্যারাগন পেশাদার গলফে চ্যাম্পিয়ন হয়েছেন দেশসেরা এই গলফার। ১১ অক্টোবর (মঙ্গলবার) ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন সিদ্দিকুর।

বিজ্ঞাপন

তিনি পারের চেয়ে পাঁচ শট কম খেলে শিরোপা নিজের করে নেন। চ্যাম্পিয়ন হওয়ায় ১ লাখ ৩০ হাজার টাকার প্রাইজমানি জিতেছেন দেশের সেরা এই গলফার। টুর্নামেন্টটিতে যৌথভাবে রানার্সআপ হয়েছেন দুলাল হোসেন ও জাকির উজ্জামান। দুইজনেই পারের চেয়ে দুই শট বেশি খেলেছেন।

টুর্নামেন্টের শিরোপা জিততে তৃতীয় রাউন্ডে এসে সিদ্দিকুর দুলাল ও জাকিরকে পেছনে ফেলেন। দ্বিতীয় রাউন্ড পর্যন্ত তিন গলফারই পারের চেয়ে সমান দুই শট কম খেলে যৌথভাবে শীর্ষে ছিলেন। তবে শেষ রাউন্ডে সিদ্দিকুর পারের চেয়েও তিন শট কম খেলতে পারলেও বাকিরা এতে ব্যর্থ হন। যার ফলে শিরোপা জিতে নেন সিদ্দিকুর।

বিজ্ঞাপন

প্যারাগন গলফ চ্যাম্পিয়নশিপে মোট ৭৮ জন গলফার অংশ নিয়েছিলেন। তিন দিন ব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টটি শেষে পুরষ্কার হাতে তুলে দেন কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |