ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

সাকিবের জোড়া আঘাত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০২ নভেম্বর ২০২২ , ০২:৫১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ভারতীয় ওপেনার লোকেশ রাহুলের অফফর্ম নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছিল। বিশ্বকাপের মাঝপথে এই ব্যাটসম্যানকে বসিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়ার আলোচনাও চলছিল। তবে ফর্মে ফেরার জন্য বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছেন রাহুল।

বিজ্ঞাপন

অ্যাডিলেইড ওভালে বাংলাদেশের বিপক্ষে ফিফটি হাঁকিয়ে ব্যাট হাতে আগ্রাসী হয়ে উঠছিলেন। তবে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ফিরিয়েছেন এই ব্যাটসম্যানকে। ফিরিয়েছেন সূর্যকুমারকেও। আর তাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৪ ওভার শেষে ৩ উইকেটে ১১৯ রান। কোহলি মাঠে অপরাজিত আছেন ৩২ রান নিয়ে। তার সঙ্গে আছেন হার্দিক পান্ডিয়া।

অ্যাডিলেইডে এদিন টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের অধিনায়ক সাকিব। শুরুতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে মাত্র ২ রানে ফেরায় হাসান মাহমুদ। এরপর কোহলিকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন রাহুল। সাকিবের বলে আউট হওয়ার আগে ৩২ বলে ৩টি চার ও ৪টি ছয়ে ৫০ রান করে ফেরেন রাহুল।

বিজ্ঞাপন

এই ওপেনারের বিদায়ের পর মাঠে নেমে আগ্রাসী ক্রিকেট খেলতে থাকেন চারে নামা সূর্যকুমার যাদব। মাত্র ১৬ বলে ৪টি চারে ৩০ রান করে ফেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। পরবর্তীতে তাকেও বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান সাকিব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |