৩৫তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা আগামী শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর মিরপুরে অবস্থিত সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স শুরু হবে। এদিন বিকাল ৪টায় প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবারের আসরে বালক-বালিকা আলাদাভাবে পাঁচটি বয়ভিত্তিক গ্রুপে (অনূর্ধ্ব ১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০ যুবক-যুবতী) সাঁতারুরা অংশগ্রহণ করবে।
বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ৩ দিনে সাঁতারে ১০০টি ইভেন্ট ও ডাইভিং এ ৩টি ইভেন্টসহ (১মি: স্প্রিং বোর্ড ও ৫মি: প্লাটফর্ম ডাইভিং) মোট ১০৩টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক এবং সনদপত্র প্রদান করা হবে। দলগত চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হবে। সেরা সাঁতারু বালক ও বালিকাকে ব্যক্তিগত ট্রফি প্রদান করা ছাড়াও নতুন জাতীয় রের্কড সৃষ্টিকারী সাঁতারুদের আর্থিক পুরস্কার প্রদান করা হবে এবারের প্রতিযোগিতায়।
এবার বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, শিক্ষা বোর্ড, বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশসহ মোট ৮০টি টিমের প্রায় ৪৮৫জন খেলোয়াড়, ১১০জন টিম অফিসিয়াল ও ১০০জন মিট অফিসিয়ালসহ সর্বমোট প্রায় ৬৯৫ জন অংশগ্রহণ করবেন।
বুধবার (৯ নভেম্বর) এই প্রতিযোগিতা উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের কাছে প্রতিযোগিতার নানাদিক উপস্থাপন করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারন সম্পাদক এম বি সাইফ।
এসময় ফেডারেশনের সহ-সভাপতি মো. আব্দুল হামিদ, কোষাধক্ষ্য মো. রেজাউল হোসেন বাদশা, যুগ্ম-সম্পাদক মো. সেলিম মিয়া, কার্যনির্বাহী সদস্য এ কে এম এ হাসান ফিরোজী ও নিবেদিতা দাস উপস্থিত ছিলেন।