ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

পার্টি করতে গিয়ে পা ভাঙল ম্যাক্সওয়েলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৩ নভেম্বর ২০২২ , ০৩:০৮ পিএম


loading/img

জন্মদিনের পার্টিতে আনন্দ করতে গিয়ে এক দুর্ঘটনায় পা ভাঙল অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। এতে করে আগামী তিন মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। 

বিজ্ঞাপন

শনিবার (১২ নভেম্বর) রাতে মেলবোর্ন স্টারসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সন্ধ্যার পর একটি জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন ম্যাক্সওয়েল।

জন্মদিনের পার্টিতে বন্ধুর সঙ্গে দৌড়ান ম্যাক্সওয়েল। এতে পা পিছলে পড়ে যান। এ সময় সঙ্গে থাকা তার বন্ধুও পড়ে যায়। বন্ধুর পায়ের চাপেই নাকি তার বাঁ পায়ের হাড় ভেঙে গেছে।

বিজ্ঞাপন

 আঘাত গুরুতর হওয়ায় তার পায়ে অস্ত্রোপচার করতে হয়েছে। রোববার সফলভাবে ম্যাক্সওয়েলের বাঁ পায়ের অস্ত্রোপচার করা হয়।
 
ম্যাক্সওয়েলের সুস্থ হয়ে উঠতে অন্তত ৮ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে। এর ফলে, আসন্ন ইংল্যান্ড সিরিজে অংশ নিতে পারবেন না তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |