পুরনো ঘরে ফিরলেন ম্যাক্সওয়েল
আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নিজের সেরাটা ধরে রাখতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। তাই এবার মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় কোহলির দল। নিলামেও তাকে নিয়ে আগ্রহ দেখায়নি তারা। আর এই সুযোগ কাজে লাগিয়ে এই অজি অলরাউন্ডারকে দলে নিয়েছে তার পুরোনো দল পাঞ্জাব কিংস।
রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে এবারের মেগা নিলাম। আর এখান থেকে ৪ কোটি ২০ লাখ রুপিতে ম্যাক্সওয়েলকে দলে নিয়েছে প্রীতি জিনতার দল।
প্রথম ধাপে ২০১৪-২০১৭ পর্যন্ত পাঞ্জাবের জার্সিতে আইপিএল খেলেছিলেন ম্যাক্সওয়েল। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসে গেলেও আবারও ২০২০ সালে পাঞ্জাবে যোগ দেন। এরপর ২০২১ সাল থেকে তিনি খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। আরও একবার পাঞ্জাবের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় ম্যাক্সওয়েল।
পাঞ্জাবের সবচেয়ে বড় চমক শ্রেয়াস আইয়ার। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। ২ কোটি রুপি ভিত্তি মূল্যতে নিলামে উঠেছিলেন আইয়ার। শুরুতে তাকে নিয়ে পাঞ্জাবের সঙ্গে লড়াইয়ে নামে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ১০ কোটির ওপরে দাম ওঠায় সরে দাঁড়ায় কলকাতা।
এরপরই দিল্লির সঙ্গে লড়াই শুরু করে পাঞ্জাব। যেখানে গত আসরে স্টার্কের ২৪ কোটি ৭৫ লাখ রুপির রেকর্ড ভেঙে দিয়েছে আইয়ার। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।
এদিন নিলামে প্রথমেই তোলা হয় আর্শদীপ সিংকে। ১৮ কোটি রুপিতে এই পেসারকে কিনে নিয়েছে তার পুরোনো দল পাঞ্জাব কিংস। নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব।
এ ছাড়াও ১৮ কোটি রুপিতে যুবেন্দ্র চাহালকে কিনেছে পাঞ্জাব কিংস। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি স্পিনার এখন এই লেগি। আর ১১ কোটি টাকায় মার্কাস স্টোইনিসকেও নিয়েছে তারা।
আরটিভি/ এসআর
মন্তব্য করুন