ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লজ্জার হার নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। ঘরের মাঠে ৯ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়ে ড্রয়ের পথ থেকে ছিটকে হার নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।
সেই হারের পর এবার দুঃসংবাদ শুনলো পাকিস্তান ক্রিকেট দল। ইনজুরির জন্য ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন দলটির অভিজ্ঞ এবং গতিময় পেসার হারিস রউফ। উরুতে গ্রেড ২ চোটে পড়ে ছিটকে গেছেন এই ডানহাতি পেসার।
রাওয়ালপিন্ডির ঐতিহাসিক টেস্টের প্রথম দিনেই ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন এই ক্রিকেটার। এরপর এই ক্রিকেটারের এমআরআই করানো হয়। যেখানকার রিপোর্ট দেখে পিসিবির মেডিক্যাল টিম এই ক্রিকেটারকে বিশ্রামে থাকতে বলেছেন।
দল থেকে ছিটকে যাওয়ায় হারিস এখন লাহোরে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে চলে যাবেন। যেখানে রিহ্যাব সেশন করবেন এই ডানহাতি পেসার।
দুই দলের মধ্যকার ৩ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ ৯ ডিসেম্বর মুলতানে শুরু হবে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর।