ফুটবল বিশ্বমঞ্চে প্রথমবারের মতো শেষ চারে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দেশ মরক্কো। ফিফা ফুটবলের ৯২ বছরের ইতিহাস ভেঙে সেমিফাইনালে উঠেছে দেশটি। কোয়ার্টার ফাইনালে ইউরোপের অন্যতম পরাশক্তি পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে দ্য অ্যাটলাস লায়নসরা।
শেষ চার নিশ্চিতের পর মরক্কো দলের উদযাপনেও ভিন্নতা ছিল। দ্য অ্যাটলাস লায়নসদের কেউ সিজদায় লুটিয়ে পড়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, কেউবা জার্সি খুলে উপরের ছুঁড়ে উদযাপন করেছেন। তবে আলাদাভাবে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছেন মরক্কোর উইঙ্গার সোফিয়ান বাউফল। কারণ, ইতিহাস গড়ে তিনি তার মায়ের সঙ্গে উদযাপন করেছেন। তার মাকে মাঠে নামিয়ে একসঙ্গে নেচেছেন।
ফরাসী ক্লাব অ্যাঞ্জার্সের মিডফিল্ডারের মাকে নিয়ে এই উদযাপন রীতিমত ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে। তবে এবারই নতুন নয়, প্রতি ম্যাচে জয়ের পরই মায়েদের আদর পেয়েছেন মরক্কোর ফুটবলাররা। মাঠের গ্যালারি থেকে ছেলেদের বুকে টেনে নিয়ে আদর করেছেন মরক্কোর ফুটবলারদের মায়েরা।
Morocco's Sofiane Boufal celebrating with his mother is EVERYTHING.
— Ahmed Ali (@MrAhmednurAli) December 10, 2022
pic.twitter.com/h3XdhTeKe3