ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

বিশ্বকাপে রাজনীতির শিকার রোনালদো : এরদোয়ান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ , ০৯:৩৫ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। মধ্যপ্রাচ্যের দেশটিতে বিশ্ব আসরের এই প্রতিযোগিতা শেষ হয়েছে গত ১৮ ডিসেম্বর। কিন্তু এক সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও তার আমেজ এখনও রয়ে গেছে আলোচনার টেবিলে। এবার সেই তালিকায় নাম এল পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর। এবার তাকে নিয়ে বোমা ফাটালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি অভিযোগ করে বসলেন, বিশ্বকাপের নকআউট পর্বের দু’টি ম্যাচে পর্তুগিজ এই তারকাকে একাদশে না রাখার কারণ নাকি রাজনীতি!

বিজ্ঞাপন

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে। যেখানে ৬৮ বছর বয়সী এই রাজনৈতিক নেতার উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানিয়েছে, ‘রোনালদোর সঙ্গে যা হয়েছে, সেটা রাজনৈতিক নিষেধাজ্ঞার মতো। পর্তুগাল এই তারকাকে নষ্ট করে দিচ্ছে। খেলার শেষ দিকে তাকে নামানোর অর্থ, তার মতো ফুটবলারের মনোবল নষ্ট করে দেওয়া। ওরা এভাবেই ওর সব মানসিক শক্তি কেড়ে নিতে চেয়েছিল।’ 

আরও পড়ুন- বিবিসির জরিপে শতাব্দীর সেরা কাতার বিশ্বকাপ

বিজ্ঞাপন

মরুর বুকে বিশ্বকাপের ২২তম আসর শুরু হয়েছিল গত ২০ নভেম্বর। ৩৭ বছর বয়সী এই তারকাকে নিয়ে বিশ্বকাপের আগ থেকেই বিতর্ক চলছিল। ইংল্যান্ডের এক ক্রীড়া সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন রোনালদো। যার জেরে শেষ পর্যন্ত ক্লাব থেকে বাদ পড়েন তিনি। আর বিশ্বকাপের শেষ ষোলো আর কোয়ার্টার ফাইনালের ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের মাঝপথে পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস রোনালদোকে তুলে নেন। যা ঠিক মেনে নিতে পারেননি এই তারকা। এতে কোচের সঙ্গে মতোবিরোধ তৈরি হয় পর্তুগিজ অধিনায়কের। যার খেসারত ঠিকই দিয়েছে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে পথেই বিদায়। 

আরও পড়ুন- ইংল্যান্ড সিরিজেও বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন শ্রীরাম

বিজ্ঞাপন

এদিকে ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে অতীতে অনেকবারই ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড রোনালদো। যা ঠিকভাবে দেখেনি পশ্চিমা রাজনৈতিক নেতারা। এখন আবার ইসরায়েলের সঙ্গে তুরস্কের কূটনৈতিক সম্পর্ক ভালো চলছে না। সম্ভবত সে কারণেই তুরস্কের প্রেসিডেন্ট কঠিন সময়ে রোনালদোর পাশে থাকার বার্তা দিয়েছেন।

২০২২ সালে শুধু ফুটবল নয়, ব্যক্তিগত জীবনও খুব একটা সুখের হয়নি রোনালদোর। গত এপ্রিলে সদ্যোজাত পুত্রসন্তান পৃথিবীতে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়ার পর তার জীবন এলোমেলো করে দিয়েছিল। তার পর থেকেই সময়টা খারাপ যাচ্ছে তার। তবে জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার কথা এই তারকার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |