ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ইংল্যান্ড সিরিজেও বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন শ্রীরাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ , ১১:০২ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ঘরের মাটিতে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শেষ হয়েছে। বিপিএলের আগে তাই কিছুটা বিশ্রামে রয়েছেন খেলোয়াড়রা। কিন্তু বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। ভবিষ্যৎ পরিকল্পনার কথা চিন্তা করে কোচিং প্যানেলে বড়সড় পরিবর্তন করতে চায় বোর্ড।

বিজ্ঞাপন

গুঞ্জন উঠেছে, টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর ব্যাটিং কোচ জেমি সিডন্সকে দায়িত্ব থেকে সরিয়ে ফেলতে চায় বিসিবি। এজন্য নাকি বিকল্প কোচের খোঁজ করছে তারা।

আরও পড়ুন- বিশ্বকাপে রাজনীতির শিকার রোনালদো : এরদোয়ান

বিজ্ঞাপন

জানা গেছে, এবার হেড কোচের দায়িত্বে হাইলেভেল কোচ ভেড়াতে চায় বাংলাদেশ। এজন্য দলের কথা বিবেচনা করে শক্ত ও কঠিন ব্যক্তিত্বসম্পন্ন অস্ট্রেলিয়ান কাউকেই খোঁজ করছে। এমনকি জাতীয় দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ফিরিয়ে আনার চিন্তাও নাকি চলছে।  

তবে বোর্ডের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল এক সূত্র নিশ্চিত করেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটে প্রধান টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া ভারতের শ্রীধরন শ্রীরামকে রেখে দিতে চায় বিসিবি। এজন্য আগামী মার্চে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টিতে দলের সঙ্গে থাকছেন শ্রীরাম।

আরও পড়ুন- বিবিসির জরিপে শতাব্দীর সেরা কাতার বিশ্বকাপ

বিজ্ঞাপন

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ৯, ১২ ও ১৪ মার্চ হবে ওই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এখানে থাকলেও আয়ারল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে শ্রীরামের সার্ভিস পাবে না টিম বাংলাদেশ।

কারণ, এপ্রিলের একদম শুরুতে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান সহকারী কোচ হিসেবে চুক্তিবদ্ধ রয়েছেন শ্রীরাম। তাই চাইলেও পূর্ণ মেয়াদে এখনই পাওয়া যাচ্ছে না অভিজ্ঞ এই কোচকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |