• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

বিপিএলের চ্যাম্পিয়ন-রানার্সআপ পাবে দ্বিগুণ প্রাইজমানি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৩, ১৬:৪৬
বিপিএলের চ্যাম্পিয়ন-রানার্সআপ পাবে দ্বিগুণ প্রাইজমানি
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর শুরু হতে যাচ্ছে আগামী ৬ জানুয়ারি। বিপিএলের নবম আসরে সাত ফ্রাঞ্চাইজির এই টুর্নামেন্ট জমজমাটভাবে আয়োজনে প্রস্তুতি নিচ্ছে বিপিএল গভর্নিং কমিটি। তাই টুর্নামেন্ট শুরুর আগেই বড় ঘোষণা দিলো আয়োজক কমিটি। এবারের টুর্নামেন্টে বাড়ানো হচ্ছে প্রাইজমানি।

শনিবার (৩১ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় এসব তথ্য জানান বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছিল ১ কোটি টাকা প্রাইজমানি। রানার্সআপ ফরচুন বরিশালকে দেওয়া হয়েছিল ৫০ লাখ টাকা। এবার দুটি পুরস্কারের অর্থই দ্বিগুণ করা হয়েছে। এ ছাড়া সেরা খেলোয়াড়ের অর্থ পুরস্কারও বাড়ছে ৫ গুণেরও বেশি। সব মিলিয়ে এবারের মোট প্রাইজমানি ৪ কোটি টাকা।

আরও পড়ুন- বিপিএলে অধিনায়ক হয়ে মাঠে নামবেন নুরুল হাসান

ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এবার চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্সআপ পাবে ১ কোটি। এভাবে করে সবমিলিয়ে প্রায় ৪ কোটি টাকার মতো প্রাইজমানি থাকবে।’

বিপিএল আয়োজক কমিটি শুধু চ্যাম্পিয়ন আর রানার্সআপ নয়, ব্যক্তিগত সেরা পারফরম্যান্স অর্জনকারীর জন্যও পুরস্কারের অর্থ বাড়াচ্ছে। গত আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় সাকিব আল হাসানকে ২ হাজার ডলার দেওয়া হয়েছিল। এবার সেটাও কয়েকগুন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘ম্যান অব দ্য সিরিজকে (টুর্নামেন্ট সেরা খেলোয়াড়) ১০ লাখ টাকা দেওয়ার চিন্তা আছে। এ ছাড়া সেরা বোলার, সেরা ব্যাটসম্যানকে ভালো একটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। এ রকম করে আমরা প্রাইজমানি বাড়াচ্ছি।’

আরও পড়ুন- বাংলাদেশ দলের ২০২৩ সালের ক্রিকেটীয় সূচি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চোট পেয়ে মাঠের বাইরে সৌম্য, খেলবেন বিপিএলে!
বিপিএল খেলবেন না রংপুরের আফগান তারকা গাজানফার
বিপিএল শুরুর আগে বড় ধাক্কা ঢাকা শিবিরে
নাহিদ রানার যত্ন করতে বললেন শন টেইট