আর কয়েক ঘণ্টা পরেই শুরু হবে দেশের ক্রিকেটের একমাত্র ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নবম আসরে এবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। যদিও অনেক দিন ধরে খেলার বাইরে রয়েছেন তিনি। তবে মাঠে নামতে মানসিকভাবে প্রস্তুত নড়াইল এক্সপ্রেস।
এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবেন মাশরাফি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শিরোপার লড়াই শুরু করবে আসরে একবারও শিরোপা জিততে না পারা সিলেটের দলটি। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর আড়াই টায় শুরু হবে।
ম্যাচের আগের দিন মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করেন সিলেটের অধিনায়ক মাশরাফী। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন দেশের সফলতম এই অধিনায়ক। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, অনেক দিন পর বোলিং করতে কতটা তৈরি বোলার মাশরাফী?
জবাবে মাশরাফী বলেন, ‘এটা কঠিন প্রশ্ন...ম্যাচও খেলিনি। ম্যাচ থেকেই রেডি হতে হবে। মানসিকভাবে ঠিক আছি। কিন্তু এমন তো না যে আপনি মানসিকভাবে ঠিক থাকলে আপনার স্কিল ঠিক থাকবে। দেখা যাক আল্লাহ ভরসা।’
আরও পড়ুন- মোবাইলে বিপিএল বিনামূল্যে দেখবেন যেভাবে
বিপিএল ইতিহাসে কয়েকবার অংশগ্রহণ করলেও দল হিসেবে শিরোপা জিততে পারেনি সিলেট। এদিকে বিপিএল ইতিহাসে মাশরাফি একোই জিতেছেন চারটি শিরোপা। সাংবাদিকদের প্রশ্ন ছিল, সেক্ষেত্রে এবার কেমন করবে সিলেট, কী মনে হচ্ছে এবার।
মাশরাফী বলেন, ‘এটা তো বলা কঠিন। তবে ওয়েল অরগানাইজ দল মনে হচ্ছে। আপনি দেখেন যারা কোচিং স্টাফ আছে, খেলোয়াড়রা আছে, সবার ভেতরে কম্বিনেশনটাও ভালো। আসলে দিন শেষে মাঠে তো ভালো খেলতে হবে। আশা করছি এ বছর একটা ভালো কিছু করতে।’
আরও পড়ুন- এক নজরে বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
তিনি বলেন, ‘সব দলই তো শিরোপা জয়ের জন্য খেলে। আমারাও অবশ্য তার ব্যতিক্রম কিছু না। বলে-কয়ে তো হবে না। ম্যাচ বাই ম্যাচ দিনশেষে তো মাঠে ভালো খেলতে হবে। এটা তো মোমেন্টামের খেলা। শেষের দিকে না তাকিয়ে শুরু থেকে ভালো করার চেষ্টা করি।’