ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মুখ ফেটে রক্ত ঝরল বিজয়ের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ , ০১:৫৫ পিএম


loading/img
ছবি-সংগৃহীত

রংপুর রাইডার্স-ফরচুন বরিশালের ম্যাচ চলাকালে ইনজুরির শিকার হয়েছেন আনামুল হক বিজয়। বরিশালের এই উইকেটরক্ষকের মুখ ফাটলো বলের আঘাতে।

বিজ্ঞাপন

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বিজয়ের দল বরিশাল। যেখানে প্রথম পাওয়ারপ্লের মধ্যে দারুণ বোলিং করেন ফরচুন বরিশালের বোলাররা।

পাওয়ারপ্লের পঞ্চম ওভারের সময় আচমকা ইনজুরির শিকার হন বিজয়। বরিশালের বোলার চতুরাঙ্গা ডি সিলভার বলে আঘাত পান বিজয়।

বিজ্ঞাপন

সিকান্দার রাজাকে করা বল এই ব্যাটসম্যানের ব্যাট-প্যাড গলিয়ে স্টাম্পে সরাসরি আঘাত হানে। বল স্টাম্পের মাথা ছুঁয়ে লাফিয়ে উঠে আঘাত হানে বিজয়ের মুখে।

সঙ্গে সঙ্গে বিজয়ের ডান চোখের নিচের অংশ থেকে রক্ত ঝরে পড়ে। পরে অবশ্য প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন এই ক্রিকেটার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |