ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ভারতের বিপক্ষে খেলতে পারবেন না স্টার্ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ , ০২:০৪ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ভারতের বিপক্ষে চার ম্যাচের সিরিজ খেলতে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। যেখানে আছেন অস্ট্রেলিয়ার সেরা পেসার মিচেল স্টার্ক। তবে ইনজুরির জন্য ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবেন না এই পেসার।

বিজ্ঞাপন

এদিকে ভারতের মাটিতে খেলা বলে এই সিরিজের জন্য স্পিনে জোর দিয়েছে অজি ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ নাথান লায়নের পাশাপাশি মোট ৪ জন স্পিনারকে দলে রেখেছে দলটি।

প্রথমবারের মতো দলটি সুযোগ দিয়েছে আনক্যাপড টড মারপিকে। ভিক্টোরিয়াতে খেলা ২২ বছর বয়সী এই স্পিনার চলতি মৌসুমে আছেন দারুণ ফর্মে। ৭ ম্যাচে এই অফস্পিনার ২৯ উইকেট শিকার করেছেন। এ ছাড়া দলে আছেন অ্যাস্টন অ্যাগার এবং লেগ স্পিনার মিচেল সোয়েপসন।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ বক্সিং ডে টেস্টে আঙুলে ব্যথা পেয়েছেন স্টার্ক। এই ক্রিকেটারকে নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছে না অজি ক্রিকেট। তাই ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রথম টেস্টে মাঠে নামবেন না তিনি। তবে দিল্লিতে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন স্টার্ক।

স্টার্ক না খেললেও সদ্যই ইনজুরি থেকে সুস্থ হওয়া ক্যামেরন গ্রিনকে দেখা যেতে পারে প্রথম টেস্টে। এই অলরাউন্ডারের ভাঙা আঙুলের সমস্যা পুরোপুরি সেরেছে। এদিকে এই টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া কেবলমাত্র একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিয়ে খেলতে যাচ্ছে। অ্যালেক্স ক্যারে ছাড়া কোনো ব্যাকআপ কিপার রাখেনি দলটি।

ভারতের মাটিতে খেলা বলে স্পিন ভালো খেলতে পারা পিটার হ্যান্ডসকম্ব এবং ম্যাথু রেনশকে দলে টেনেছে ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ (সহ অধিনায়ক), অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), উসমান খাজা, মার্নাস লাবুশেন, ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, ম্যাথু রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যাস্টন অ্যাগার, নাথান লায়ন, মিচেল সোয়েপসন, টড মারপি, মিচেল স্টার্ক, জস হ্যাজলউড, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |