• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

শ্রীলঙ্কান বোর্ডে জয়াবর্ধনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২৩, ১৪:২৭
শ্রীলঙ্কান বোর্ডে জয়াবর্ধনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ!
ফাইল ছবি

গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে বাছাই পর্ব খেলতে হয়েছিল। সে ধাপ খুব সহজেই উতরে যায় তারা। কিন্তু সুপার টুয়েলভে নামিবিয়ার মতো দলের কাছে হারের সঙ্গে চতুর্থ স্থানে থেকেই বিদায় নেয় সাবেক চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে এমন পারফরম্যান্সের সময় লঙ্কান ক্রিকেটার দানুষ্কা গুণাতিলকার বিরুদ্ধে এক তরুণীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। যে কারণে তখন টিম হোটেল থেকে তাকে গ্রেপ্তার করেছিল অস্ট্রেলিয়া পুলিশ। যার মামলা এখনও চলছে।

বিশ্বকাপে ভরাডুবির কারণ অনুসন্ধানে শ্রীলঙ্কার সরকার একটি স্বাধীন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দিয়েছিল। সে তদন্তেই দেশটির সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের উপদেষ্টা ছিলেন এক সময়ের তারকা ক্রিকেটার জয়াবর্ধনে। সে সময় নাকি তিনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) টাকায় অস্ট্রেলিয়ায় নিজের একটি রেস্তোরাঁ খুলেছেন। শ্রীলঙ্কান সরকারের কাছে তদন্তকারী সংস্থার ৬৩ পাতার রিপোর্টে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য।

এদিকে শ্রীলঙ্কার আরও এক ক্রিকেটারের বিরুদ্ধে মারপিট করার অভিযোগ উঠেছে। দলটির পেসার চামিকা করুণারত্নে এক পানশালায় মারামারি করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন শ্রীলঙ্কার আরও ছয় ক্রিকেটার। তবে তাদের নাম অবশ্য জানা যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বেশ খারাপ সময় পার করছে এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। দেশটির বেসামাল অবস্থার মধ্যেই আবার লঙ্কান ক্রিকেটে বড় এক অভিযোগ উঠল। কিন্তু এ বিষয়ে এখনও পর্যন্ত শ্রীলঙ্কান বোর্ড কোনো মন্তব্য করেনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় জেলেদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন-বানোয়াট: পররাষ্ট্র মন্ত্রণালয়
জালিয়াতির অভিযোগ এনে উল্টো শিরোপা হারালেন মিস ইউনিভার্স আর্জেন্টিনা
নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩১৬২ কোটি টাকা লেনদেনের অভিযোগে মামলা
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার