• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

এল ক্লাসিকোয় রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৩, ১০:১২
এল ক্লাসিকোয় রিয়ালের মুখোমুখি বার্সেলোনা
ছবি : সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।

রোববার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টায় রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এটি মৌসুমের দ্বিতীয় এল-ক্লাসিকো। আর ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার ম্যাচকে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা হয়।

প্রথম সেমিফাইনালে ভ্যালেন্সিয়ার সঙ্গে রিয়াল মাদ্রিদের খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় ছিল। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এ ম্যাচে জিতলে সুপারকাপে বার্সার ১৩ শিরোপায় ভাগ বসাবে লস-ব্লাঙ্কোসরা। তবে ইনজুরিতে লুকাস ভাসকুয়েজ, এদুয়ার্দো কামাভিঙ্গা ও এডার মিলিতাওকে পাচ্ছেন না রিয়াল বস কার্লো আনচেলত্তি।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার ম্যাচও গড়ায় টাইব্রেকারে। ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত থাকার পর পেনাল্টি শুটআউটে বেতিসকে ৪-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বার্সা।

জাভির আমলে প্রথম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বার্সেলোনা। অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও পেদ্রি, গাভি, ফেরান তোরেসদের সাহসে, এল-ক্লাসিকোর ঝাঁঝ উৎরে শিরোপা খরা কাটানোর বাসনা ব্লগানাদের।

এদিকে এখন পর্যন্ত এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ২৫০ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে রিয়ালের ১০১ জয়ের বিপরীতে বার্সার জয় ৯৭ ম্যাচে। বাকি ৫২ ম্যাচ অমীমাংসিত থাকায় ড্র হয়। এ ছাড়া স্প্যানিশ সুপার কাপেও ১৫ বার মুখোমুখি হয়েছিল দল দুটি। যেখানে ৯ ম্যাচ জিতে এগিয়ে রিয়াল মাদ্রিদ। আর বার্সার ৪ জয়ের বিপরীতে ড্র দুটি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেভিয়াকে হারিয়ে বার্সাকে টপকে দুইয়ে রিয়াল
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ 
ভায়েকানোর বিপক্ষে ড্র করে শীর্ষস্থানের সুযোগ হারিয়েছে রিয়াল মাদ্রিদ
তরেসের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের দুইয়ে বার্সেলোনা