ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

লা লিগা

রিয়াল মাদ্রিদকে হটিয়ে শীর্ষস্থান দখল করল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৫৫ পিএম


loading/img
ছবি- বার্সেলোনা

চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল বার্সেলোনা। শীর্ষস্থান ধরে রেখেই লা লিগা গিয়ে যাচ্ছিল কাতালানরা। কিন্তু মাঝে ছন্দ হারানোর সুযোগ কাজে লাগিয়ে শীর্ষস্থান দখল করেছিল রিয়াল মাদ্রিদ। তবে টানা চার ম্যাচে জয় তুলে নিয়ে আবারও সিংহাসনে বসেছেন ইয়ামাল-রাফিনিয়ারা।

বিজ্ঞাপন

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে অলিম্পিক স্টেডিয়ামে রায়ো ভাইয়েকানোকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। পেনাল্টি থেকে এক মাত্র গোলটি করেছেন রবের্ত লেভানদোভস্কির।

এদিন ভাইয়েকানোর বিপক্ষে চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। বক্সে ঢুকে বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে রাফিনিয়ার ক্রসে লাফিয়ে হেড লক্ষ্যে রাখতে পারেননি লেভানদোভস্কি। বার্সেলোনার বেশ কিছু আক্রমণ ভাইয়েকানোর রক্ষণে গিয়ে খেই হারিয়ে ফেলার পর ২০তম মিনিটে ভালো সুযোগ পান রাফিনিয়া। 

বিজ্ঞাপন

আলেহান্দ্রো বাল্দের কাট-ব্যাকে বল নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি। তিন মিনিট পর পেদ্রির চমৎকার পাস ধরে বক্সে ঢুকে পড়েন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবার তার শট ফিরিয়ে দেন গোলরক্ষক আগুস্তো। ২৮তম মিনিটে সফল স্পট-কিকে স্বাগতিকদের এগিয়ে নেন লেভানদোভস্কি। 

বল পোস্টে লেগে জালে জড়ায়। ভাইয়েকানোর বক্সে বার্সেলোনার ডিফেন্ডার ইনিগো মার্তিনেস ফাউলের শিকার হওয়ায় ভিএআরে মনিটরে দেখে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

এই মৌসুমে লা লিগার সর্বোচ্চ স্কোরার লেভানদোভস্কির গোল হলো ২৩ ম্যাচে ২০টি, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপের চেয়ে ৩টি বেশি।

বিজ্ঞাপন

৩১তম মিনিটে বাড়তে পারত ব্যবধান। বক্সে ভাইয়েকানোর এক ডিফেন্ডার হেডে বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর পেয়ে যান লামিনে ইয়ামাল। তরুণ স্প্যানিশ উইঙ্গারের শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক আগুস্তো। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হারান লেভানদোভস্কি। ৫৩তম মিনিটে পেদ্রির পাসে পোলিশ স্ট্রাইকারের নিচু শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৬০তম মিনিটে বক্সে এক্তর ফোর্তের ব্যাকহিল ফ্লিকে ইয়ামালের শট আটকে দেন ভাইয়েকানোর এক ডিফেন্ডার।

৭২তম মিনিটে সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি রাফিনিয়া। আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে তার চিপ শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ৮২তম মিনিটে তার আরেকটি শট ঠেকান গোলরক্ষক। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই সপ্তাহে রিয়াল ও অ্যাথলেটিকো মাদ্রিদ নিজ নিজ ম্যাচে পয়েন্ট হারানোয় বার্সেলোনার সামনে সুযোগ আসে শীর্ষে ওঠার। সুযোগটা ভালোভাবেই কাজে লাগাল তারা। 

২৪ ম্যাচে ১৬ জয় ও ৩ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে রিয়ালেরও ৫১ পয়েন্ট। শিরোপাধারীদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষে কাতালান দলটি। তৃতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫০। ২৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ভাইয়েকানো।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |