ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন শুভমান গিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ , ০৭:০৪ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ সফরের তৃতীয় ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতীয় ব্যাটার ইশান কিশান। এবার এই তালিকায় নাম লেখালেন ভারতের আরেক ব্যাটার শুভমান গিল। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ২০৮ রানের অতিমানবীয় ইনিংস খেলেছেন ২৩ বছর বয়সী ভারতীয় এই ওপেনার। 

বিজ্ঞাপন

আরও পড়ুন : ক্রিকেটারদের পারফরম্যান্স বিচারে নতুন পথে হাঁটছে বিসিবি

বুধবার (১৮ জানুয়ারি) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ৬০ রানের জুটি গড়েন গিল। রোহিত ৩৪ করে আউট হওয়ার পর বিরাট কোহলি (৮), ইশান কিশান (৫) ব্যর্থ হলে ১১০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। 

বিজ্ঞাপন

তবে সূর্যকুমার (৩১) ও হার্দিক পান্ডিয়া (২৮) কিছুটা সঙ্গ দিলে একাই দলকে বড় সংগ্রহ এনে দেন গিল। তার ডাবল সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩৪৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ১৪৯ বলে ২০৮ রানের ঝোড়ো ইনিংসে খেলেন ডানহাতি এই ব্যাটার। তার ইনিংসে ছিল ১৯টি বাউন্ডারির সঙ্গে ৯টি ছক্কার মার।

ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন গিল। বিশ্বের অষ্টম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন কলকাতা নাইট রাইডার্সের এই খেলোয়াড়। এ ছাড়া এমন কীর্তির দিনে ভারতের পাঁচ ব্যাটার হিসেবে এই রেকর্ড গড়লেন গিল।

আরও পড়ুন : আমিরাতে ক্রিকেটারদের বিকাশের জন্য দারুণ উদ্যোগ

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট ম্যাচে তার আগে শচীন টেন্ডুলকার, ভিরেন্দর শেওয়াগ, রোহিত শর্মা, মার্টিন গাপটিল, ক্রিস গেইল, ফখর জামান ও ইশান কিষাণ এই রেকর্ড গড়েন। এর মধ্যে রোহিত শর্মা একাই তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |