ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ওমানে শিরোপা ট্রফি ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ , ০৪:৩৪ এএম


loading/img
ছবি সংগৃহীত

ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠিত এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে বাংলাদেশ দলের বিজয়ী চ্যাম্পিয়ন ট্রফি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। 

বিজ্ঞাপন

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির সচিবালয়স্থ কার্যালয়ে ট্রফি হস্তান্তর করেন বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি জাকি আহমেদ রিপন, মো. ইউছুপ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কোষাধ্যক্ষ ও দলের ম্যানেজার হাজী মো. হুমায়ুন ও সহকারী ম্যানেজার খাজা তাহের লতিফ মুন্না।

পরে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে চ্যাম্পিয়ন দলকে সাক্ষাৎ করানো যায় কিনা, মন্ত্রী মহোদয় সে চেষ্টা করবেন বলে জানিয়েছেন।’

বিজ্ঞাপন

গত ১২ জানুয়ারি ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠিত এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। ফাইনালে স্বাগতিক ওমানের সঙ্গে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়েছিল। পরে টাইব্রেকারের পেনাল্টি শ্যুটআউটে স্বাগতিকদের ৭-৬ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে ২০১৪ সালে ঘরের মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |