আইপিএলের নিলামে বাংলাদেশের ৮ নারী ক্রিকেটার
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টের এবারের আসরে প্রথমবারের মতো টাইগার তিন ক্রিকেটার (সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস) একসঙ্গে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
আরও পড়ুন- বিশ্বকাপের সুপার সিক্সে টাইগ্রেসদের প্রতিপক্ষ যারা
এবার নারীদের আইপিএলেও সুখবর পেতে যাচ্ছে বাঘিনীরা। আসন্ন এই আসরে একাধিক টাইগ্রেস ক্রিকেটারের নারী আইপিএলে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই নিলামের জন্য আটজন নারী ক্রিকেটারের নামের তালিকা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুন- অনলাইন প্রতারণায় ২৫ কোটি টাকা খোয়ালো আইসিসি
আইপিএলের নিলামে নাম লেখানো বাংলাদেশের আট নারী ক্রিকেটার হলেন- সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, নিগার সুলতানা, নাহিদা আকতার, মারুফা আকতার, রিতুমনি ও স্বর্ণা আকতার।
উল্লেখ্য, আইপিএলের নারী ক্রিকেটের নিলাম আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে টুর্নামেন্টের সূচি এখনও নির্ধারিত হয়নি।
মন্তব্য করুন