• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

অনলাইন প্রতারণায় ২৫ কোটি টাকা খোয়ালো আইসিসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৩, ১৮:০২
অনলাইন প্রতারণায় ২৫ কোটি টাকা খোয়ালো আইসিসি
ছবি : সংগৃহীত

সময় যতই এগিয়ে যাচ্ছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন সব প্রযুক্তির উদ্ভব হচ্ছে। তাই এখন ঘরে বসে অনলাইনেই যেকোনো প্রতিষ্ঠানের বেশির ভাগ কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। কিন্তু প্রযুক্তির দিক দিয়ে পিছিয়ে নেই প্রতারক চক্রও। এবার অনলাইনে প্রতারণার ফাঁদে পড়েছে খোদ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

শুনতে অবাক লাগলেও, এমনই চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েসবাইট ‘ক্রিকবাজ’। যেখানে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে ২৫ কোটি টাকা খুইয়েছে আইসিসি।

আরও পড়ুন- আইপিএলের নিলামে বাংলাদেশের ৮ নারী ক্রিকেটার

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুবাইয়ে আইসিসি কার্যালয়ের হিসাব বিভাগ এই প্রতারণার বিষয়টি টের পায়। তারা হঠাৎ বুঝতে পারে, আইসিসির হিসাবে ২৫ কোটি টাকা গরমিল আছে! পরে যাচাই-বাছাই করে আইসিসি অনলাইনে প্রতারণার বিষয়টি ধরে ফেলে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আইসিসির অর্থ বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে যুক্তরাষ্ট্রের এক সংস্থা কিংবা ব্যক্তিবিশেষ। এরপর বেশ কয়েকটি ধাপে ২৫ কোটি টাকা সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন- ৭৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫৪-তেই অলআউট

তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি আইসিসি। ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে সংস্থাটি। তবে ক্রিকবাজের সঙ্গে সংস্থাটির কেউই কথা বলতে রাজি হননি। এটা নিয়ে নিজস্ব তদন্তের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করছে আইসিসি।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইসিসির ‘হল অব ফেমে’ তিন কিংবদন্তি ক্রিকেটার
বছরের শেষে ঢাকায় আসছেন আইসিসির প্রধান প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলির সঙ্গে ড. ইউনূসের বৈঠক
কানপুর টেস্টের আগে সুখবর পেলেন যে তিন ক্রিকেটার