ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

আইএল টি-টোয়েন্টিতে হেলসের প্রথম সেঞ্চুরিতে উড়ে গেল আবুধাবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ , ০৪:১৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) প্রথম সেঞ্চুরিয়ান ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার অ্যালেক্স হেলস। তার দুর্দান্ত এই শতকে ভর করে আবুধাবি নাইটরাইডার্সকে উড়িয়ে দিয়েছে ডেজার্ট ভাইপার্স। 

বিজ্ঞাপন

শুক্রবার রাতে আবুধাবিতে হেলসের সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেট ২১৯ রান করে ডেজার্ট। বিশাল রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১০৮ রানে অলআউট হয় আবুধাবি। ১১১ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ডেজার্ট। তিন ম্যাচে তিন জয় নিয়ে শীর্ষে আছে ডেজার্ট। অন্যদিকে আবুধাবি একটি ম্যাচও জিতেনি। 

১১০ রান করে ম্যাচসেরার পুরষ্কার পান হেলস। ছয়টি করে চার-ছয়ের মারে মাত্র ৫২ বলে শতকের দেখা পান হেলস। এ ছাড়া ৫৬ রান করেন কলিন মুনরো। এ দুজনের ব্যাটেই ২২০ রানের লক্ষ্য দেয় ডেজার্ট। আবুধাবির হয়ে ২ উইকেট নেন লাহিরু কুমারা। 

বিজ্ঞাপন

রান তাড়া করতে নেমে ৫৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আবুধাবি। আন্দ্রে রাসেল কিছুটা চেষ্টা করেছিলেন। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ৫৭ রান। কিন্তু পাশে কাউকে পাননি। ধনাঞ্জয়া ডি সিলভা ১২ ও যাওয়ার ফরিদ ১১ রান করেন। এ ছাড়া আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি। ডেজার্টের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শেলডন কটরেল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |