ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সপ্তাহ না পেরোতেই আইএল টি-টোয়েন্টির নতুন সময়সূচী প্রকাশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:৪৬ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চলতি বছর প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে দুবাইয়ের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ। ৩৪ ম্যাচের এই টুর্নামেন্টের উদ্বোধনী আসর শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে গালফ জায়ান্টস।

বিজ্ঞাপন

উদ্বোধনী আসর শেষ হওয়ার সপ্তাহ খানেক না পেরোতেই আইএল টি-টোয়েন্টির দ্বিতীয় মৌসুমের সময়সূচী জানিয়ে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) আইএল টি-টোয়েন্টি এক বিবৃতিতে জানিয়েছে, টুর্নামেন্টের নতুন মৌসুম শুরু হবে সামনের বছর ২০২৪ সালের ১৩ জানুয়ারি।

নিজেদের এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘২০২৩ সালের বিশ্ব আইএল টি-টোয়েন্টির বিশাল সাফল্য শেষে দ্বিতীয় মৌসুমের কাজ শুরু হয়ে গেছে, যা শুরু হচ্ছে ২০২৪ সালের ১৩ জানুয়ারি শনিবার থেকে। দ্বিতীয় আসরও একইভাবে ৩৪ ম্যাচের ফরম্যাটে হবে, ফাইনালসহ চারটি প্লে অফ। টুর্নামেন্ট সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |