ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রোটিয়াদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাঘিনীরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ , ০৫:৩৬ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স পর্বে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে বাঘিনীদের আজকের (২১ জানুয়ারি) প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

বিজ্ঞাপন

 যেখানে টসে জিতে প্রোটিয়ান মেয়েদের আগে ফিল্ডিং করতে পাঠিয়েছে টাইগ্রেস অধিনায়ক দিশা বিশ্বাস। এবারের আসরে দারুণ ফর্মে আছে বাংলাদেশের মেয়েরা।

গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতেই সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাঘিনীরা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার মেয়েরা ভারতের বিপক্ষে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে।

বিজ্ঞাপন


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ : দিশা বিশ্বাস (অধিনায়ক), আফিয়া প্রত্যাশা, মিস্টি রানি সাহা, দিলারা আক্তার, স্বর্ণা আক্তার, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, আসরাফি ইয়াসমিন আর্থি, লেকি চাকমা, দিপা খাতুন।

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ একাদশ : ওলুহলে সিয়ো (অধিনায়ক), জেনা ইভান্স, জেমা বোথা, সেসনি নাইডু, আয়ান্ডা লুবি, এলান্দ্রি জেনস ভ্যান রেন্সবার্গ, সিমোনে লোরেন্স, কায়লা রেয়নেকে, ম্যাডিসন লান্ডসমান, মিয়ান স্মিট, কারাবো মেসো। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |