• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

বন্ধুর কাছে প্রতারণার শিকার ভারতীয় তারকা পেসার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২৩, ০২:১১
বন্ধুর কাছে প্রতারণার শিকার কেকেআরের ভারতীয় তারকা পেসার
ভারতীয় পেসার উমেশ যাদব ।। ছবি- সংগৃহীত

বন্ধুর কাছে প্রতারণার শিকার হয়েছেন ভারতীয় জাতীয় দলের তারকা পেসার উমেশ যাদব। জমি কিনে দেওয়ার কথা বলে তার সাবেক ম্যানেজার ও দীর্ঘদিনের এক বন্ধুর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন আইপিএলে কলকাতা ফ্রাঞ্চাইজির হয়ে খেলা এই ক্রিকেটার।

ভারতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিআই-এর প্রতিবেদনে বলা হয়, ভারতের নাগপুরে জমি কিনে দেওয়ার নামে উমেশ যাদরের সঙ্গে প্রতারণা করেছেন তার সাবেক ম্যানেজার ও বন্ধু শৈলেশ ঠাকরে। এই বিষয়ে নাগপুর থানায় অভিযোগ জানিয়েছেন উমেশ।

পুলিশের কাছে লিখিত অভিযোগে উমেশ উল্লেখ করেছেন, ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর ২০১৪ সালের ১৫ জুলাই বন্ধু শৈলেশকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন তিনি। এসময় তার যাবতীয় আর্থিক বিষয়াদির দেখাশোনা করত শৈলেশ। বন্ধুর পরামর্শে জমি কেনার জন্য ৪৪ লাখ রুপি (বাংলাদেশি ৫৭ লাখ টাকা) দেন ভারতীয় পেসার। তবে জমি কিনলেও সেটি নিজের নামে লিখিয়ে নেন শৈলেশ। বিষয়টি জানতে পেরে তার কাছে টাকা ফেরত চান উমেশ। তবে এখন ঠাকরে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।

আরও পড়ুন- খেলার মাঠেই বাংলাদেশের সাবেক ফুটবলারের মৃত্যু

একজন পুলিশ অফিসার পিটিআইকে জানিয়েছেন, উমেশ যাদবের অভিযোগের পরে কোরাডির বাসিন্দা শৈলেশ ঠাকরের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে।

ভারতীয় জাতীয় দলের হয়ে ২০১০ সালে অভিষেক উমেশ যাদবের। এখন পর্যন্ত দেশের হয়ে ৫৪টি টেস্ট, ৭৫টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ৩৫ বছর বয়সী এই গতিতারকা। এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে টেস্টে ১৬৫, ওয়ানডেতে ১০৬ ও টি-টোয়েন্টিতে ১২ উইকেট নিয়েছেন এই পেসার।

আইপিএলেও ১৩২ ম্যাচে ১৩৫ উইকেট শিকার করেছেন উমেশ। যার মধ্যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে পাঁচ মৌসুমে ৬৪ উইকেট নিয়েছেন তিনি। কেকেআরের হয়ে নিজের অভিষেক মৌসুম ২০১৪ আসরে শিরোপা জেতেন এই বোলার।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্প বাতিল
প্রতারণার মামলা নিয়ে যা বললেন ভারতীয় ক্রিকেটার উথাপ্পা
বদলে গেল বঙ্গবন্ধু রেলসেতুর নাম
বাতিল হওয়া বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নাম এখনো চূড়ান্ত হয়নি