ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

রোনালদোর সাবেক প্রেমিকার প্রেমে মজেছেন পিকে!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ , ১১:৫৭ পিএম


loading/img

কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের দীর্ঘ এক দশকের সংসার ভেঙে গেছে। পিকের অন্য নারীতে আসক্তিই বিচ্ছেদের কারণ, দাবি শাকিরার। তবে কি সেই নারী মডেল ইরিনা শায়েক?

বিজ্ঞাপন

সম্প্রতি পিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে ক্যামেরাবন্দি হয়েছেন ইরিনা। সেখানে দেখা যাচ্ছে, ইরিনাকে জড়িয়ে রেখেছেন পিকে। সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের ধারণা, শাকিরার সঙ্গে বিচ্ছেদের পর ইরিনার প্রেমে মজেছেন পিকে। তবে প্রেমের গুঞ্জনে তাদের দুজনের কেউই এখনও মুখ খোলেননি।

এর আগে, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ইরিনা। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের সময় দুজনের পরিচয়। পরের বছরই (২০১১) সম্পর্কে জড়ান তারা। তবে ২০১৫ সালে রোনালদো-ইরিনার সম্পর্কে চিড় ধরে। পরবর্তীতে হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গেও নাম জড়ায় ইরিনার।

বিজ্ঞাপন

সূত্র : পিঙ্কভিলা

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |