ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

পথশিশুদের মুখে হাসি ফোটালো মাশরাফীর সিলেট

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩ , ০৬:৫০ পিএম


loading/img
ছবি-সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে দুর্দান্ত গতিতে এগোচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজার দল সিলেট ফ্র্যাঞ্চাইজি। দলটি এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৬টিতেই জয় তুলে নিয়েছে। এরমধ্যে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে দলটি।

বিজ্ঞাপন

দলের এমন অসাধারণ পারফরম্যান্সে উচ্ছ্বসিত সিলেট ফ্র্যাঞ্চাইজির টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে টিম মালিক সকলে। দলের এমন খুশি পথশিশুদের মাঝেও ছড়িয়ে দিতে দারুণ এক উদ্যোগ নিয়েছিল সিলেট ফ্র্যাঞ্চাইজি। মাঠে খেলা দেখার সুযোগ করে দিয়েছে প্রায় দুই শ জন পথশিশুকে।

আজ (২৪ জানুয়ারি) ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচে এমন অসাধারণ দৃশ্য দেখা গেছে। যেখানে ১৮৪ জন পথশিশু সিলেটের জার্সি গায়ে মিরপুরের শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম মাতিয়েছে মাশরাফীদের নামে স্লোগান দিয়ে।

বিজ্ঞাপন

পথশিশুদের এক করে মাঠে নিয়ে আসার কাজ করেছে ছায়াতল বাংলাদেশ নামক সংগঠন। ম্যাচশেষে সেরা উচ্ছ্বসিত দর্শক হিসেবে ছায়াতলের এক কর্মী পুরস্কারও পেয়েছেন। জাতীয় দলের সাবেক এবং সিলেটের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গেও মিলিত হতে পেরেছেন।

পথশিশুদের মাঠে আসার দিনে হতাশ হতে হয়নি সিলেট ফ্র্যাঞ্চাইজিকে। দলটি শ্বাসরুদ্ধকর এক ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ফরচুন বরিশালকে শেষ বলে এসে ২ রানের ব্যবধানে হারিয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |