• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

সমালোচনায় পরিবারের মানুষ কষ্ট পায় : শান্ত

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২৩, ২১:১৯
সমালোচনায় পরিবারের মানুষ কষ্ট পায়: শান্ত
ছবি-সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয় নাজমুল হোসেন শান্তকে। বয়সভিত্তিক পর্যায়ে এই ক্রিকেটার নিজের সামর্থ্যের প্রতি সুবিচার করতে পেরেছেন। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এখনও সর্বোচ্চ রানের মালিক শান্তর।

বয়সভিত্তিক পর্যায়ের সে পারফরম্যান্স জাতীয় দলেও বয়ে নিয়ে আনবেন শান্ত। এমনটাই আশা করেছিলেন সকলে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য শান্ত কিছু কিছু সময় ঝলক দেখাতে পারলেও আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে এসে সব ঘোল পাকিয়ে ফেলেছেন। ঘরোয়া লিগের সবসময়কার পারফর্মার জাতীয় দলে এসে খেই হারিয়ে ফেলায় শান্তকে নিয়ে সমালোচনাও হয় প্রচুর।

সামাজিক যোগাযোগমাধ্যমে শান্তকে নিয়ে হওয়া সমালোচনার প্রভাব পড়ে পরিবারেও, এমনটাই জানিয়েছেন এই ক্রিকেটার। যদিও এই সমালোচনা নিয়ন্ত্রণ করার ক্ষমতা নিজের হাতে নেই বলেও জানিয়েছেন শান্ত। যদি নিজ থেকে এই অবস্থার পরিবর্তন হয় তবে খুশি হবেন এই ক্রিকেটারও।

অবশ্য বর্তমানে পারফরম্যান্স দিয়েই কথা বলছেন শান্ত। এবারের বিপিএলে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে এই ক্রিকেটার করেছেন ২৮১ রান। যা আসরের তৃতীয় সর্বোচ্চ। এরমধ্যে দুটি ফিফটিও পেয়েছেন শান্ত। যদিও স্ট্রাইক রেট কিছুটা বেমানানই বটে। তবে দলের পরিকল্পনার কারণেই এভাবে খেলা বলেও জানিয়েছেন শান্ত।

ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচজয়ী অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে সংবাদ সম্মেলনে এসে শান্ত সমালোচনা, নিজের খেলার ধরন, পরিবারের কথা তুলে ধরে বলেন, ‘পরিবর্তন হয়ে যাচ্ছে কি না সেটা আমি বলতে পারব না। এটা যার যার চিন্তাভাবনা থেকে বলে। আমি এটা নিয়ন্ত্রণও করতে পারব না। পরিবর্তন হবে কি হবে না, সেটা নিয়ে আমি খুব চিন্তিতও না। যদি হয়, আলহামদুলিল্লাহ। যদি না হয়, তাও আমার কিছু করার নেই। এটা যার যার চিন্তাভাবনা থেকেই বলে।

সামাজিক যোগাযোগমাধ‌্যমের বিষয়গুলো আমার জন‌্য যতটা কঠিন, আমার পরিবারের জন‌্য তার চেয়ে বেশি কঠিন। আমি যেভাবে বুঝি, আমার পরিবারের সদস‌্যরা কিন্তু সেভাবে বোঝে না। তারা হার্ট হয়, তারাও কষ্ট পায়, খারাপ লাগে। তারাও বাইরে যায়। এই জিনিসটার জন‌্য আমি মাঝে মাঝে হতাশ হয়েছি। আমারও খারাপ লেগেছে।

আমি যেটা বললাম, এটা আসলে আমি নিয়ন্ত্রণ করতে পারব না। অনেকে না জেনে, অনেকে না বুঝে হয়তো কথা বলে ফেলে। দলের পরিকল্পনা, আমার পরিকল্পনা কিংবা আমি কতটুকু হার্ড ওয়ার্ক করি, সেটা হয়তো অনেকে জানে না, জানার প্রয়োজনও নেই। এটা নিয়ে আসলে যত বেশি কথা আমি বলব, কথা বলাই হবে। এটা যার যার চিন্তা-ভাবনা। সে যদি বুঝে কথা বলে, জেনে কথা বলে, তাহলে আমার মনে হয় ভালো।

আমি এটা বলছি না যে আমাকে নিয়ে সমালোচনা করা যাবে না। আমি খারাপ খেললে অবশ‌্যই সমালোচনা হবে। তবে আমি মনে করি, আরেকটু ডিসেন্ট ওয়েতে হতে পারত; যেটা আমার পরিবারের জন‌্য ভালো হতো। এতটুকুই।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেচে মঞ্চ মাতিয়ে কটাক্ষের শিকার, মুখ খুললেন জেফার
মিউজিক ফেস্ট দিয়ে পর্দা উঠছে বিপিএলের, নতুন রূপে মিরপুর
শেষ মুহূর্তে পাকিস্তানি তারকাকে দলে নিলো রাজশাহী
এশিয়া কাপজয়ী তামিমকে দলে নিতে চায় রংপুর