ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

কোহলিকে ছাড়িয়ে বাবরকেও ছুঁলেন গিল, তবুও এক রানের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ , ০৭:০১ এএম


loading/img
সংগৃহীত ছবি

ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক ভারত। এই সিরিজে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন ভারতীয় দলের তরুণ ওপেনার শুভমান গিল। পুরো সিরিজে ব্যাটিংয়ে আলো ছড়িয়ে ৩৬০ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। যার সুবাদে সিরিজ সেরার মুকুটও নিজের করে নিয়েছেন ২২ বছর বয়সী এই তারকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন- নিজের সাফল্যের রহস্য ফাঁস করলেন শুভমান গিল

তিন ম্যাচের সিরিজে ৩৬০ রান করে জাতীয় দলের সতীর্থ বিরাট কোহলির এক রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন আইপিএলে কলকাতার হয়ে খেলা এই ব্যাটার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটি এতদিন ছিল কোহলির দখলে। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৮৩ রান করে এই নজির গড়েছিলেন তিনি। সেই রেকর্ডই কিনা গিল ভেঙে দিলেন মাত্র নয় দিনের মাথায়। 

বিজ্ঞাপন

শুধু তাই নয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন গিল। তবে মাত্র ১ রানের জন্য ভাঙতে পারেননি শুভমান। 

আরও পড়ুন- টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও শীর্ষে ভারত

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রত্যেক ম্যাচেই শতরান করেছিলেন পাক অধিনায়ক বাবর। সেই সিরিজে তার মোট রান ছিল ৩৬০। সেই একই পরিমাণ রান করে শুভমানও ছুঁয়ে ফেললেন।

বিজ্ঞাপন

কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সবচেয়ে কম বয়সী হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকান গিল। পঞ্চম ভারতীয় হিসেবে এই কীর্তি গড়ার দিনে ২০৮ রানের ম্যারাথন ইনিংস খেলেন এই ব্যাটার। এরপর দ্বিতীয় ম্যাচে মাত্র ১০৮ রান তাড়া করতে নেমে ৪০ রানে অপরাজিত থাকেন তিনি। আর তৃতীয় ম্যাচে তরুণ এই ওপেনারের ব্যাট থেকে আসে ১১২ রানের ইনিংস। 

আরও পড়ুন- পাকিস্তানে গেরো কাটলেও ভারতে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড

ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ম্যাচের সিরিজে যৌথভাবে শীর্ষে থাকার সঙ্গে ভারতীয়দের মধ্যেও গিলই এখন সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে এত রান করেও হয়তো আর এক রান করতে না পারার আক্ষেপে পুড়ছেন ডানহাতি এই ব্যাটার। কেননা বিশ্বরেকর্ডটা যে একা নিজের হাতে তুলে নিতে পারলেন না তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |