• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি দল ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২৩, ০১:২৪
প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি দল ম্যানচেস্টার ইউনাইটেড
সংগৃহীত ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত দলটিতে কয়েক ধাপে মালিকানায় পরিবর্তন আসে। বর্তমানে ক্লাবটির মালিক যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার। বৈশ্বিক মন্দাভাব কাটাতে যুক্তরাস্ট্রের এই ধনকুবের পরিবারটি এরই মধ্যে ম্যানইউ বিক্রির চেষ্টা করছে। তবে বিক্রির প্রক্রিয়া থেমে থাকলেও, ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি বনে গেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ক্লাব।

সাম্প্রতিক সময়ে খেলাধুলার আর্থিক বিষয়াদি ও ব্যবসা–বাণিজ্য নিয়ে প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’র এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। যেখানে গত বছরের ন্যায় এবারও দামে বাকি ক্লাবগুলোকে টেক্কা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

‘স্পোর্টিকো’র হিসেব অনুযায়ী, মাঠে সেভাবে ভালো করতে না পারলেও বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের দাম ৪.৮ বিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২ হাজার ৯১১ কোটি টাকা)। যার মধ্যে গত ২ বছরে ক্লাবটির শেয়ারের দাম বেড়েছে ২৮ শতাংশ। যা ম্যানইউকে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাব হিসেবে আবারও শীর্ষস্থান ধরে রেখেছে।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চলতি মৌসুমে ধুঁকতে থাকা আরেক ঐতিহ্যবাহী ক্লাব লিভারপুল। দামে ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১ বিলিয়ন পাউন্ড পিছিয়ে থেকে ৩.৮ বিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ হাজার ৮০৪ কোটি টাকা) নিয়ে দুইয়ে অলরেডসরা। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির দাম ৩.৫ বিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার ৮৭২ কোটি টাকা)।

এবারের মৌসুমে শিরোপার অন্যতম ফেভারিট আর্সেনাল ২.৯ বিলিয়ন পাউন্ড দাম নিয়ে আছে চার নম্বর অবস্থানে। আর ২.৮ বিলিয়ন পাউন্ড দাম ওঠা চেলসির অবস্থান পাঁচে। ফলে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২০ বার চ্যাম্পিয়ন হওয়া ম্যানইউ এবারও শীর্ষস্থানের মুকুটটি ধরে রাখল।

এদিকে ২০২১ সালের অক্টোবরে সৌদি কনসোর্টিয়ামের মালিকানায় আসা নিউক্যাসল ইউনাইটেডের দাম সবচেয়ে বেশি বেড়েছে। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে করা হিসেবে নিউক্যাসলের দাম বেড়েছে ৬৩ শতাংশ। ফলে ৩৫ কোটি ৭০ লাখ পাউন্ড দাম নিয়ে তালিকার দশে নিউক্যাসল ইউনাইটেড।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’র প্রতিবেদনে বলা হয়েছে, মাঠের পারফরম্যান্সে ধার না থাকলেও ক্লাবের বৈশ্বিক ব্র্যান্ডিংয়ে বাকিদের চেয়ে এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এ কারণেই তিনবারের চ্যাম্পিয়নস লিগজয়ী ক্লাবটি বাকিদের টেক্কা দিয়েছে বিশ্বব্যাপী ক্লাবটির ১০০ কোটির বেশি সমর্থক রয়েছে। তাই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটি প্রিমিয়ার লিগে গত পাঁচ মৌসুমের মধ্যে চারবার শিরোপা জিতেও দামে শীর্ষ দুইয়ে উঠে আসতে পারেনি।

তবে এ মৌসুমে ক্লাবগুলোর মাঠের পারফরম্যান্স দেখলে দামের এই তালিকা অবিশ্বাস্য মনে হতে পারে। লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেড যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামজাকে ভিড়িয়ে দ. এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশ 
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টানা চার জয়ে আর্সেনালের ইতিহাস
শেষের ভুলে অবিশ্বাস্য হার ম্যানইউর
ব্রেন্টফোর্ডের সঙ্গে কোনোমতে ড্র ম্যান ইউ’র