• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

কোপা দেল রেতে সেমিফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২৩, ০৬:৪১
কোপা দেল রেতে সেমিফাইনালে বার্সেলোনা
সংগৃহীত ছবি

কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। যেখানে ফরাসি তারকা উসমান দেম্বেলের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। সেই সাথে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেল জাভি হার্নান্দেজের শিষ্যরা।

বুধবার (২৫ জানুয়ারি) রাতে বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল সোসিয়েদাদ। ম্যাচের প্রথমার্ধে ১০ জনে পরিণত হয়েও স্বাগতিকদের থামিয়ে রাখতে সক্ষম হয়েছিল সোসিয়েদাদ। তবে দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে দেম্বেলের গোলে শ্বাসরুদ্ধকর জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান জায়ান্টরা।

আরও পড়ুন- মেসিকে নিয়ে প্রশংসা থামছেই না স্কালোনির

চলতি মৌসুমে একের পর এক ম্যাচ জয় করেই যাচ্ছে বার্সেলোনা। কিছুদিন আগেই বছরের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে বার্সেলোনা। এবার লিগ কাপের সেমিতেও উঠে গেলো লেভানডফস্কি-গাভি-পেদ্রিরা।

ঘরের মাঠে প্রতিপক্ষকে কোনরকম সুযোগই দেয়নি বার্সেলোনা। পুরো ম্যাচ জুড়ে বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ঠিক জালের দেখাটাই পায়নি স্বাগতিকরা।

আরও পড়ুন- পেরুকে হারিয়ে হেক্সা মিশনে আশা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা

তবে ম্যাচের ৪০তম মিনিটে বার্সা অধিনায়ক সার্জিও বুসকেতসেকে বাজে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সোসিয়েদাদের মিডফিল্ডার ব্রাইস মেন্দেস। কিন্তু ১০ জনের দল নিয়েও প্রথমার্ধে বার্সাকে আটকে রেখেছিল তারা। তবে দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে জুলস কুন্দের পাস ডান দিক দিয়ে ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন দেম্বেলে। তার জোরাল শট প্রতিপক্ষের গোলরক্ষকের হাত ছোঁয়ালেও রুখতে পারেননি।

এরপর আরও অনেক আক্রমণ করে গেছে গাভি-লেভানডভস্কিরা। তবে গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় সোসিয়েদাদ। ফলে এই এক গোলের জয় নিয়েই কোপা দেল রের সেমিতে পৌঁছে যায় বার্সেলোনা। দিনের আরেক ম্যাচে সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে ওসাসুনা।

আরও পড়ুন- শ্রীলঙ্কাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করল ফিফা

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেভিয়াকে হারিয়ে বার্সাকে টপকে দুইয়ে রিয়াল
চট্টগ্রামকে কাঁদিয়ে সেমিফাইনালে খুলনা
তরেসের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের দুইয়ে বার্সেলোনা
কোপা দেল রেতে যাদের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা