• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ব্রাজিল হোঁচট খেলেও স্বস্তির জয় আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২৩, ১২:১৯
ব্রাজিল হোঁচট খেলেও স্বস্তির জয় আর্জেন্টিনার
ছবি- সংগৃহীত

‘অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ’ টুর্নামেন্টে গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় বেশ ফুরফুরে মেজাজেই ছিল ব্রাজিলের যুবারা। কিন্তু তৃতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) স্বাগতিক কলম্বিয়ার সঙ্গে ১-১ গোল ব্যবধানে ড্র করেছে ১১ বারের চ্যাম্পিয়নরা। পয়েন্ট ভাগাভাগি করলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে এ আসরের পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে সেলেসাওরা।

অন্যদিকে ব্রাজিলের ড্রয়ে বেশ সুবিধাই হয়েছে, গ্রুপের অন্য দল ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার। পয়েন্ট টেবিলে দলটির অবস্থান চারে, শেষ ম্যাচে পেরুকে হারিয়ে হেক্সা মিশনের আশা বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা।

এদিন এস্তাদিও পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয় ব্রাজিলের যুবারা। দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে উঠে। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক দল। ম্যাচের ৩১তম মিনিটে স্বাগতিকদের তরুণ ফুটবলার গুস্তাবো মলানো দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন। তবে এ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।

প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের ৪৪তম মিনিটে সমতায় ফেরে ব্রাজিলের যুবারা। দলকে সমতায় ফেরান আন্দ্রে সান্তোস। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে ১-১ ব্যবধানে শেষ হয় ম্যাচটি। আর পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দল দুটি।

অন্যদিকে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে পেরুকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে হেক্সা মিশনে আশা বাঁচিয়ে রেখেছে মেসি-ডি মারিয়াদের অনুসারীরা।

এস্তাদিও অলিম্পিকোতে ‘এ’ গ্রুপে আর্জেন্টিনার বাঁচামরার ম্যাচে শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল আলবিসেলেস্তেরা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কোচ হ্যাভিয়ের ম্যাশচেরানোর দল।

ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতির দিকে এগিয়ে যাচ্ছিল প্রথমার্ধের খেলা। বিরতির ঠিক ৪ মিনিট আগে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মিডফিল্ডার গিনো ইনফান্তিনো। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনার যুবারা।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পেরুর যুবারা। কিন্তু কাঙ্ক্ষিত গোল না হলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়। টানা চার ম্যাচে হেরে টেবিলের তলানিতে অবস্থান করছে পেরু।

অন্যদিকে জয় পেলেও ফাইনাল রাউন্ড নিশ্চিত নয় আর্জেন্টিনার। গ্রুপ পর্বে শেষ ম্যাচে কলোম্বিয়ার যুবাদের জিততেই হবে আর্জেন্টিনার, তাহলেই কেবল ফাইনাল রাউন্ডে জায়গা করে নিতে পারবে দলটি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় দিবস জাতীয় নাইন বলে চ্যাম্পিয়ন সাগর
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ
এশিয়া কাপজয়ী তামিমকে দলে নিতে চায় রংপুর
ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে বার্সার হোঁচট, হারাল শীর্ষস্থানও