• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

ঢাকা ডার্বিতে আবাহনীর কাছে পাত্তাই পেল না মোহামেডান

স্টাফ রিপোর্টার কুমিল্লা, আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২৩, ১৯:১৪
ঢাকা ডার্বিতে আবাহনীর কাছে পাত্তাই পেল না মোহামেডান

খেলার মানে ভারি বসুন্ধরা কিংস, সমর্থনে ভারি আবাহনী লিমিটেড কিংবা প্রিমিয়ার লিগে নতুন উঠে আসা পুলিশ ক্লাব- যেকোনো ধরনের দলই হোক না কেন, ঢাকার মাঠে এখন দর্শক পাওয়া ভার। কিন্তু খেলা যখন ঢাকার বাইরে, তা-ও আবার ঐতিহ্যবাহী আবাহনী-মোহামেডানের দ্বৈরথ। তখন কি গ্যালারির চেহারা না বদলে পারে? মাঠের উত্তাপ কি স্টেডিয়ামের বাইরেও না ছড়িয়ে পারে, ঠিক যেমনটা দেখা যেত কয়েক দশক আগে।

শুক্রবার (২৭ জানুয়ারি) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শীতের দিনে তাপ-উত্তাপের এমন কৌতূহলী প্রশ্ন রেখে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব; বাংলাদেশের ফুটবলে যা ‘ঢাকা ডার্বি’ নামে পরিচিত।

আরও পড়ুন: গার্ডিয়ানের বর্ষসেরা ফুটবলার মেসি, ধারেকাছেও নেই রোনালদো

প্রিমিয়ার লিগের এই ম্যাচে দুই বিদেশি ফরোয়ার্ড পিটার নোরাহ ও দানিয়েল কলিনদ্রেসের গোলে ২-০ গোলে জয় পায় আবাহনী। ম্যাচে একটি করে গোল করেছেন দুই বিদেশি। এই জয়ে ৭ ম্যাচে চার জয়ে ১৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলে দ্বিতীয় অবস্থানে আবাহনী লিমিটেড। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে মোহামেডান।

এদিন ঢাকা ডার্বির লড়াইয়ে শুরু থেকে উত্তেজনা ছিল ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে। ম্যাচের শুরুতে আক্রমণে এগিয়ে থেকে গোল পেতেও সময় লাগেনি আবাহনীর। ১১তম মিনিটে বাঁ দিক দিয়ে মোহামেডানের ডি-বক্সে ঢুকে নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার নোরাহর উদ্দেশ্যে আলতো পাস দেন কলিনদ্রেস। তার বাঁ পায়ের জোরালো শট গোলকিপারকে পরাস্ত করলে আবাহনী উল্লাসে মাতেন।

প্রথমার্ধে ১-০ তে এগিয়ে বিরতি থেকে ফিরে এলেও আবাহনীর আক্রমণে ভাটা পড়েনি। দ্বিতীয় গোলও তুলে নেয় ৫৭ মিনিটে। প্রথম গোলে অ্যাসিস্ট ছিল কলিনদ্রেসের। এবার দ্বিতীয় গোলটি নিজেই দারুণভাবে লক্ষ্যভেদ করেছেন রাশিয়া বিশ্বকাপ খেলা ফরোয়ার্ড।

আরও পড়ুন: প্রথম বিভাগ হ্যান্ডবল লিগ শুরু রোববার

দুই গোলে পিছিয়ে পড়ে মোহামেডান দুটি ভালো সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। ৭১ মিনিটে আবিদের ক্রসে দিয়াবাতের হেড গোলকিপার শহিদুল ঠিকমতো প্রতিহত করতে পারেননি। ফিরতি বলে সাজ্জাদ হোসেন শট নেন ক্রসবারের ওপর দিয়ে।

৮৩ মিনিটেও হতাশ করেন মানিক মোল্লা। বক্সের বাইরে থেকে তার জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে গেছে। ফলে শেষ বাঁশি বাজার সাথে সাথে ২-০ গোলে হার মানে মোহামেডান। এ ম্যাচে আবাহনীর কাছে পাত্তাই পায়নি তারা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহামেডান ও রহমতগঞ্জের ৬-০ গোলের বড় জয়
মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ৫
মুক্তিযোদ্ধাকে হেনস্তার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ