পাকিস্তান ক্রিকেট দলে এক সময়ের তারকা পেস বোলার ওয়াহাব রিয়াজ। ক্যারিয়ারের অন্তিমলগ্নে এসেও রিয়াজ দাপটের সঙ্গে খেলছেন বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএলে। এবারের আসরে বল হাতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে ১২ উইকেট তুলে নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তিনি। তবে এবার বিপিএলে মাঠ মাতানো অবস্থাতেই নিজ দেশ থেকে বড় এক সুখবর পেলেন পাঞ্জাবের ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
পাকিস্তানের পাঞ্জাবে তত্ত্বাবধায়ক সরকারের ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াহাব রিয়াজ। বিপিএলের পাঠ চুকিয়ে দেশে ফিরে দায়িত্বগ্রহণ করবেন দেশটির লাহোরে জন্ম নেওয়া তারকা এই ক্রিকেটা।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নতুন ভূমিকায় কিংবদন্তি লারা
পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসীন নাকভির অধীনে ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াহাব। তবে এজন্য সময়মতো দায়িত্ব বুঝে নিতে হবে গোটা বিশ্বের ফ্রাঞ্চাইজি ক্রিকেট মাতানো পাক এই ক্রিকেটার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওয়াহাবসহ মোট ১১ জনকে এই দফায় দায়িত্ব দিয়েছেন। এজন্য দায়িত্ব নিতে বিপিএল ছেড়ে পাকিস্তানে চলে যাবেন ওয়াহাব। তবে বিপিএল টুর্নামেন্ট শেষে নাকি মাঝপথেই দেশে যাবেন ওয়াহাব, সে ব্যাপারে কিছুই জানা যায়নি।
আরও পড়ুন : নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে পরাজয়ে শুরু ভারতের
পাকিস্তানের জার্সিতে ২০০৮ সালে একদিনের ক্রিকেট দিয়ে অভিষেক ওয়াহাব রিয়াজের। আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ টেস্ট, ৯১ ওয়ানডে আর ৩৬ টি-টোয়েন্টিতে মোট ২৩৭ উইকেট শিকার করেছেন ওয়াহাব।
২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন ওয়াহাব। তবে ২০২০ সালের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। তবে চলতি বিপিএলে বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টি সংস্করণে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ওয়াহাব।