• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ

কলম্বিয়ার কাছে পরাজয়ে আর্জেন্টিনার বিদায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জানুয়ারি ২০২৩, ০৯:১৪
কলম্বিয়ার কাছে পরাজয়ে আর্জেন্টিনার বিদায়

অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে বাঁচা মরার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনার যুবারা। তবে কলম্বিয়ান তরুণ মিডফিল্ডার জুয়ান্দা ফুয়েন্তেসের একমাত্র গোলে ফাইনাল রাউন্ড নিশ্চিত করে স্বাগতিকরা। এই হারে টুর্নামেন্ট থেকেই মেসি-ডি মারিয়াদের অনুসারীদের বিদায় নিশ্চিত হল।

শনিবার (২৮ জানুয়ারি) এস্তাদিও পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে বিপক্ষে ডু অর ডাই ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু বারবার আক্রমণে গিয়েও জালের ঠিকানা খুঁজে নিতে পারছিল না লে আলবিসেলেস্তেরা। এতে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে ম্যাচে দ্বিতীয়ার্ধের ৭৫তম মিনিটে কাস্টিল্লিলো মানোমার অ্যাসিস্টে গোল করেন মিডফিল্ডার জুয়ান্দা ফুয়েন্তেস। এই গোলের সঙ্গে সঙ্গেই আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। শেষ পর্যন্ত আর গোল না হলে আর্জেন্টিনার বিদায়ে কলম্বিয়া পরের রাউন্ড নিশ্চিত করে। যদিও ড্র হলেও স্বাগতিকদের পরের রাউন্ড নিশ্চিত ছিল।

পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে আর্জেন্টিনার যুবাদের জয়ের বিকল্প ছিল না। ম্যাচে সব দিক দিয়েই এগিয়ে ছিল আর্জেন্টিনার যুবারা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখাটাই পায়নি জুনিয়র কোপা আমেরিকা খ্যাত পাঁচবারের চ্যাম্পিয়নরা। ফলে টুর্নামেন্টে মাত্র এক ম্যাচে জয়ের স্বাদ নিয়েই বিদায় হয়ে যায় আর্জেন্টিনার যুবারা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ
ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসে না: ডা. তাহের
ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, অপরিবর্তিত বাংলাদেশ 
ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সাউদিকে বিদায় জানাল নিউজিল্যান্ড