• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

আর্জেন্টাইন গোলকিপারের কারণে নিয়মে পরিবর্তনের ইঙ্গিত ফিফার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জানুয়ারি ২০২৩, ১৫:২০
আর্জেন্টাইন গোলকিপারের কারণে নিয়মে পরিবর্তনের ইঙ্গিত ফিফার

দীর্ঘ ৩৬ বছর পর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিশ্বকাপের শিরোপা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। মরুর বুকে লুসাইল আইকনিক স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে গুরুত্বপূর্ণ কিছু সেইভ করে লে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মেসিদের বিশ্বকাপ জেতানোর পিছনে অন্যতম নায়ক ছিলেন ৩০ বছর বয়সী এই আর্জেন্টাইন।

আর্জেন্টিনার মানুষের কাছে নায়ক বনে গেলেও ফাইনাল শেষের পর থেকেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগে কেঁচো খুঁড়তে গিয়ে যেন সাপ বেরিয়ে আসে। তাই আর্জেন্টাইন গোলকিপারের বিতর্কিত কান্ডের জন্য নিয়মে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আরও পড়ুন: গার্ডিয়ানের বর্ষসেরা ফুটবলার মেসি, ধারেকাছেও নেই রোনালদো

গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ভাগ্য গড়িয়েছিল টাইব্রেকারে। যেখানে পেনাল্টি শ্যুটআউটে ফরাসিদের বিপক্ষে আগ্রাসী মনোভাব দেখিয়ে মনস্তাত্বিক লড়াইয়ে জিতেছিলেন মার্টিনেজ। এছাড়া সে সময় প্রতিপক্ষের মনোযোগ বানচাল করতেও অদ্ভুত কাণ্ড ঘটিয়েছিলেন তিনি।

একপর্যায়ে বায়ার্ন মিউনিখের ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোম্যানের মনোযোগ নষ্ট করতে রেফারিকে প্রশ্ন করতে থাকেন মার্তিনেজ। পেনাল্টি নিতে বল ঠিকমত জায়গায় বসানো হচ্ছে কিনা, তা খেয়াল রাখার জন্য রেফারির সঙ্গে কথা চালিয়ে কোম্যানকে অপেক্ষা করিয়ে রাখেন তিনি। পরে শট নিলে কোম্যান পেনাল্টি মিস করে বসেন।

মার্তিনেজের মনস্তাত্বিক লড়াইয়ের কোম্যানের মতো একই ফাঁদে পড়েন রিয়েল মাদ্রিদের ফরাসি তারকা অরেলিয়েন শুয়ামেনিও। পেনাল্টি নেওয়ার জন্য শুয়ামেনি যখন প্রস্তুত হচ্ছিলেন, ঠিক তখনই বল তুলে দূরে ছুড়ে ফেলে দেন মার্টিনেজ। ফলে কোম্যানের মতো শুয়ামেনিও পেনাল্টিতে গোলবঞ্চিত হন। পরে ৪-২ গোলে বিশ্বকাপ জিতে যায় আর্জেন্টিনা।

আরও পড়ুন : আর্জেন্টিনার ব্যর্থতার দায় কাঁধে নিয়ে কোচ ম্যাশ্চেরানোর পদত্যাগ

ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ জানিয়েছে, আর্জেন্টাইন গোলকিপার মার্টিনেজের এসব কাজ ভালোভাবে নেয়নি ফিফা। ভবিষ্যতে মার্টিনেজের মতো কেউ যাতে এমন কাজ করতে না পারে সে কারণে এখনই নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তাই পেনাল্টি নিয়মে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ফিফা।

প্রসঙ্গত, আগামী মার্চে মাসে লন্ডনে বোর্ড মিটিংয়ে বসবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। কোনোভাবেই একজন স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বাইরে গিয়ে গোলকিপার পেনাল্টি টেকারকে যেন বিভ্রান্ত করতে না পারেন, সেই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। এরপর সেখানেই লিখিতভাবে নিয়মে বদল আনা হতে পারে।

আরও পড়ুন : কলম্বিয়ার কাছে পরাজয়ে আর্জেন্টিনার বিদায়

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইইএলটিএস পরীক্ষায় বড় পরিবর্তন, যেদিন থেকে কার্যকর
সাত মিলনায়তনের নাম পরিবর্তন, যা বলছেন নাট্যজনরা
প্রধান উপদেষ্টা লোক দেখানো পরিবর্তন চান না: পার্বত্য উপদেষ্টা
ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, অপরিবর্তিত বাংলাদেশ