ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ডকে উড়িয়ে ইতিহাসের সাক্ষী ভারতের মেয়েরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৯ জানুয়ারি ২০২৩ , ০৮:১২ পিএম


loading/img

নারীদের ক্রিকেটে উন্নয়নের অংশ হিসেবে প্রথমবারের মতো বয়সভিত্তিক টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে ক্রিকেটের কর্তা আইসিসি। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ক্রিকেট পরাশক্তি ভারত। আইসিসির নতুন ইভেন্টের শিরোপা জিতে যেন নতুন ইতিহাসই গড়ল শেয়ালি ভার্মারা। 

বিজ্ঞাপন

আরও পড়ুন: সহজ ম্যাচ কঠিন করে জিতল ভারত, বাঁচল সিরিজের আশা

পচেফস্ট্রুমের সেনওয়াস পার্কে প্রথম আসরের ফাইনাল ম্যাচে টস জিতে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শেয়ালি। ইংল্যান্ডের মেয়েদের বিপক্ষে এদিন ভারতের বোলাররাই যেন সব দায়িত্ব নিয়েছিল। যার কারণে মাত্র ৬৮ রানেই গুঁটিয়ে গিয়েছিল ইংলিশ মেয়েরা।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের মেয়েদের ইনিংসে সর্বোচ্চ ১৯ রান করেন মিডল অর্ডার ব্যাটার ইয়ানা ম্যাকডোনাল্ড। সমান ১১ রান করে আসে অ্যালেক্সা স্টোনহাউস ও সোফিয়া স্মেলের ব্যাট থেকে। এছাড়া নিয়ামহ হালান্ড করেন ১০ রান। 

আরও পড়ুন: রেকর্ড গ্র্যান্ড স্লাম জয়ে নাদালের পাশে বসলেন জোকোভিচ

বোলিংয়ে ভারতীয় পেসার তিতাস সাধু, অর্চনা দেবী ও পারশভী চোপড়া ২ উইকেট করে উইকেট নেন। এছাড়া মান্নাত, শেফালি ও সোনামের শিকার একটি করে।

বিজ্ঞাপন

ইতিহাস গড়ার দিনে রান তাড়া করতে নেমে দেখেশুনেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল ভারতের মেয়েরা। তবে দলীয় ২০ রানে দুই ওপেনার হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল তারা। তবে তৃতীয় উইকেট জুটিতে ৪৬ রান করে জয়ের পথটা সহজ করে দেন সুমাইয়া তিওয়ারি ও গনগাদি তৃষা। 

আরও পড়ুন: ইংল্যান্ড দুর্গ ভেঙে সিরিজ জিতল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা

কিন্তু জয় থেকে ৩ রান দূরে থাকতেও  তৃষা ২৪ রান করে বোল্ড আউট হয়ে ফিরে যান। তবে দেশকে চ্যাম্পিয়ন করিয়েই মাঠ ছাড়েন সুমাইয়া। মাত্র ১৪ ওভারে সহজ লক্ষ্য উতরে গিয়ে শেষ পর্যন্ত ৬ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে জিতে নেয় শেয়ালি ভার্মার দল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |