ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ইংল্যান্ড দুর্গ ভেঙে সিরিজ জিতল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৯ জানুয়ারি ২০২৩ , ১০:৪৪ পিএম


loading/img

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে বোলারদের কল্যাণে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাটিতে প্রোটিয়ারা এবার দ্বিতীয় ম্যাচে জিতল ব্যাটারদের কল্যাণে। যেখানে প্রথমে ব্যাট করা ইংল্যান্ডের ৩৪২ রানের পাহাড়সম সংগ্রহ সমান পাঁচ বল-উইকেট হাতে রেখেই উতরে গেল টেম্বা বাভুমার দল। এতে বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের দুর্গ ভেঙে একম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো স্বাগতিকরা। 

বিজ্ঞাপন

রোববার (২৯ জানুয়ার) ব্লুমফন্টেইনে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল ইংল্যান্ড। তবে শুরুতেই দুই ওপেনার জেসন রয় ও ডেভিড মালানের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল তারা। দলীয় ২৭ রানে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রয় মাত্র ৯ রান করে সাজঘরে ফেরার পর মালানও ফেরেন ১২ রানে।

আরও পড়ুন: ইংল্যান্ডকে উড়িয়ে ইতিহাসের সাক্ষী ভারতের মেয়েরা

বিজ্ঞাপন

এরপর তৃতীয় উইকেট জুটিতে ৪৯ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামাল দেন বেন ডাকেট ও হ্যারি ব্রুকস। তবে ডাকেট ব্যক্তিগত ২০ রানে বিদায়ে ভাঙে এই জুটি। এরপর দলের সংগ্রহে ব্রুকস ৮০, মইন আলী ৫১, ক্রিস ওকস ১৪ ও স্যাম কারানের ২৮ রানের সঙ্গে অধিনায়ক বাটলারের ইনিংসে অপরাজিত ৯৪ রানে পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড।

ফলে সিরিজে টিকে থাকার মিশনে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৪২ রান করে ইংল্যান্ড। বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার পক্ষে আনরিখ নরকিয়া ২ উইকেট পান। এছাড়া পারনেল, এনগিদি, জানসেন, মহারাজ ও মার্করাম প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন। 

আরও পড়ুন: সহজ ম্যাচ কঠিন করে জিতল ভারত, বাঁচল সিরিজের আশা

বিজ্ঞাপন

জবাবে রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৭৭ রান সংগ্রহ করেন কুইন্টন ডি কক ও  অধিনায়ক বাভুমা।ডি কক ২৮ বলে ৩১ রান করে ফিরে গেলেও ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন বাভুমা। 

ভ্যান ডার ডুসেনের সঙ্গে ৯৭ রানের জুটি ভাঙে বাভুমার বিদায়ে। তার আগে ১০২ বলে ১৪ বাউন্ডারি ও ১ ছক্কায় সাজানো ১০৯ রানের ইনিংস থামে ১৭৪ রানে। এরপর দ্রুত বিদায় নেন ডুসেনও ব্যক্তিগত ৩৮ রান করে। তবে মার্করামের ৪৯, হেনরিখ ক্লাসেনের ২৭ রানের পরও ২৮২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: কোপার ব্যর্থতায় বিশ্বকাপ থেকেও বাদ আর্জেন্টিনা

তবে গত সপ্তাহেই আইসিসির উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতা মার্কো জানসেনের সঙ্গে ডেভিড মিলারের অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটিতে ৫ উইকেটের জয়ের সঙ্গে একম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।মিলার ৩৭ বলে ঝোড়ো ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া জানসেনের উপহার ৩২ রান।

ম্যাচ জেতানো সেঞ্চুরি হারিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। সফরের শেষ ম্যাচে আগামী ১ ফেব্রুয়ারি কিম্বার্লেতে মুখোমুখি হবে দুই দল।

  আরও পড়ুন: রেকর্ড গ্র্যান্ড স্লাম জয়ে নাদালের পাশে বসলেন জোকোভিচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |