• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

মেসির আর্জেন্টিনাকে টপকে গেল নেইমারের ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জানুয়ারি ২০২৩, ০৯:০০
মেসির আর্জেন্টিনাকে টপকে গেল নেইমারের ব্রাজিল

ফুটবল মাঠে নানান নাটকীয়তা, অঘটনে মোড়ানো ছিল ২০২২ সাল। গতবছরই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। যার হাত ধরে লে আলবিসেলেস্তেরা বিশ্বসেরার মুকুট পায়, সেই লিওনেল মেসিই গতবছরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। তবে বছরের সেরার তালিকায় আর্জেন্টিনাকে ছাড়িয়ে গেছে ব্রাজিল।

প্রতিবছর মাঠের সবদিক বিবেচনা করে সেরা ১০০ ফুটবলার বাছাই করেছে ইংলিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তারই ধারাবাহিকতায় এ বছরও ২০৬ জনের একটি নির্বাচক প্যানেল সেরা ১০০ জন সেরা ফুটবলার বাছাই করেন। গার্ডিয়ানের প্রকাশিত সেরা ১০০ জন ফুটবলারের তালিকায় মেসির আর্জেন্টিনাকে টপকে গেছেন নেইমারের ব্রাজিল।

আরও পড়ুন : গার্ডিয়ানের বর্ষসেরা ফুটবলার মেসি, ধারেকাছেও নেই রোনালদো

যেখানে মেসি ছাড়াও গার্ডিয়ানের তালিকায় সেরা পাঁচে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে (দ্বিতীয়), করিম বেনজেমা (তৃতীয়), আরলিং হালান্ড (চতুর্থ) ও লুকা মদ্রিচ (পঞ্চম)। সেরা দশের তালিকায় ব্রাজিলের একমাত্র প্রতিনিধিত্বকারী স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র (৮)।

পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র রয়েছেন ১২তম স্থানে। তবে এতকিছুর উর্ধ্বে সবার মনে প্রশ্ন, ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার কতজন খেলোয়াড় তালিকায় সুযোগ পেয়েছেন।

গার্ডিয়ানের প্রকাশিত তালিকায় ল্যাটিনের দুই দেশের মধ্যে সবচেয়ে বেশি ব্রাজিলের খেলোয়াড় সুযোগ পেয়েছেন। সেরা ১০০ জনের তালিকায় সবচেয়ে বেশি ১৪ জন ফুটবলার হয়েছেন ব্রাজিলের। অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা থেকে সুযোগ পেয়েছেন ব্রাজিলের চেয়ে ৩ জন কম, অর্থাৎ ১১জন।

আরও পড়ুন: কোপার ব্যর্থতায় বিশ্বকাপ থেকেও বাদ আর্জেন্টিনা

আর্জেন্টিনা থেকে সুযোগ পাওয়া ফুটবল তারকারা হলেন: লিওনেল মেসি (১), এমিলিয়ানো মার্টিনেজ (২০), এনজো ফার্নান্দেজ (২১), জুলিয়ান আলভারেজ (৩২), অ্যাঞ্জেলো ডি মারিয়া (৩৮), ম্যাক অ্যালিস্টার (৪৭), রদ্রিগো ডি পল (৪৮), লাউতারো মার্টিনেজ (৭০), ক্রিশ্চিয়ান রোমেরো (৭২), লিসান্দ্রো মার্টিনেজ (৮১) ও নিকোলাস ওতামেন্দি (১০০)।

ব্রাজিল থেকে সুযোগ পাওয়া ফুটবল তারকারা হলেন: ভিনিসিয়াস জুনিয়র (৮), নেইমার জুনিয়র (১২), ক্যাসিমেরো (১৫), অ্যালিসন বেকার (৩৪), এডারসন (৫৪), রিচার্লিসন (৬১), গ্যাব্রিয়েল জেসুস (৬২), মার্কুইনহোস (৬৫), এদের মিলিতাও (৬৭), থিয়াগো সিলভা (৭৫), ফ্যাবিনহো (৭৭), ব্রুনো গুইমারেস (৯০), রদ্রিগো (৯৩) ও গ্যাব্রিয়েল বারবোসা (৯৯)।

আরও পড়ুন: ২০২৪ কোপা আমেরিকার আয়োজক জো বাইডেনের দেশ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিট পেতে আর যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার
এবার ইকুয়েডরকে নিয়ে সেভেনআপ গল্প তৈরি আর্জেন্টিনার
বিশ্বকাপের টিকিট পেতে হলে যে সমীকরণ মেলাতে হবে ব্রাজিলকে
বছরের শেষ ম্যাচে গোল করে যা বললেন মার্টিনেজ