• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপের সেরা একাদশে টাইগ্রেস স্বর্ণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জানুয়ারি ২০২৩, ১৮:৫৩
বিশ্বকাপের সেরা একাদশে টাইগ্রেস স্বর্ণা
ছবি-সংগৃহীত

প্রথমবারের মতো নারীদের বয়সভিত্তিক টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি। ভারতের বিশ্বকাপজয়ের মধ্য দিয়ে ২৯ জানুয়ারি পর্দা নেমেছে এই টুর্নামেন্টটির। এবারের টুর্নামেন্টে গ্রুপ পর্ব কিংবা সুপার সিক্স পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশের মেয়েরা।

পুরো টুর্নামেন্টে পাঁচ ম্যাচের মধ্যে কেবল একটিতে হারের কারণে সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণ হয়নি টাইগ্রেসদের। তবে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় তুলে নিতে পেরেছে বাংলাদেশের মেয়েরা। এরমধ্যে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে ইতিহাসও গড়েছিল টাইগ্রেসরা।

দল হারলেও টাইগ্রেস স্বর্ণা আক্তার নজর কেড়েছেন নিজের ব্যাটিং সামর্থ্যের কারণে। এই টাইগ্রেস ক্রিকেটার বিশ্বকাপজুড়ে আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলে দলকে জিতিয়েছেন। নিজের সেই সামর্থ্য এবং প্রতিভার স্বাক্ষর হিসেবে বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন টাইগ্রেস স্বর্ণা।

বিশ্বকাপের মঞ্চে স্বর্ণা ৫ ম্যাচে ১৫৭.৭২ স্ট্রাইক রেটে করেছেন ১৫৩ রান। স্বর্ণা ছাড়াও বিশ্বকাপে দেড় শতাধিক স্ট্রাইক রেটে আর কেবল রান করতে পেরেছেন ভারতের অধিনায়ক শেফালি ভার্মা। তিনিও অবশ্য সেরা একাদশে সুযোগ পেয়েছেন। যদিও অধিনায়কত্ব পাননি তিনি। বিশ্বকাপের সেরা একাদশে অধিনায়কত্ব পেয়েছেন ইংল্যান্ডের গ্রেস স্ক্রিভেন্স।

আজ (৩০ জানুয়ারি) আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে। যেখানে স্বর্ণা ছাড়া আর কোনো বাংলাদেশি মেয়ে জায়গা করে নিতে পারেনি। এদিকে বিশ্বকাপের সেরা একাদশে সর্বোচ্চ তিনজন করে সুযোগ পেয়েছে দুই ফাইনালিস্ট ভারত এবং ইংল্যান্ডের।

এ ছাড়াও বাকি দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার একজন করে সুযোগ পেয়েছেন সেরা একাদশে। সেরা একাদশের বাইরে দ্বাদশ ক্রিকেটার হিসেবে একজনকে নির্বাচিত করেছে আইসিসি। আর সেই ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন পাকিস্তানের এক খেলোয়াড়।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সেরা দল : শ্বেতা সেহরাওয়াত (ভারত), গ্রেস স্ক্রিভেন্স (ইংল্যান্ড) (অধিনায়ক), শেফালি ভার্মা (ভারত), জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড), দেউমি ভিহাঙ্গা (শ্রীলঙ্কা), স্বর্ণা আক্তার (বাংলাদেশ), কারাবো মেসো (দক্ষিণ আফ্রিকা) (উইকেটরক্ষক), পর্শভি চোপড়া (ভারত), হান্না বেকার (ইংল্যান্ড), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড), মেগি ক্লার্ক (অস্ট্রেলিয়া)।

দ্বাদশ খেলোয়াড় : আনোশা নাসির (পাকিস্তান)

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেসামরিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী
প্রেমের টানে বাংলাদেশে কোরিয়ান যুবক, গ্রহণ করলেন ইসলাম ধর্ম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৩ নভেম্বর)
তাইজুলের থ্রোতে রান আউট হজ, খেলায় ফিরল টাইগাররা