ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সিলেটে এসে পা হড়কালেন পাপন

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ , ০৭:১৮ পিএম


loading/img
ছবি-সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব দেখতে বিসিবি সভাপতি এখন সিলেটে।

বিজ্ঞাপন

আজ (৩০ জানুয়ারি) দিনের প্রথম খেলা ঢাকা ডমিনেটর্স-রংপুর রাইডার্সের মধ্যকার খেলা শুরুর আগে সিলেটে এসে পৌঁছান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এই সময় ছোটখাটো একটি দুর্ঘটনার শিকার হন বিসিবির সভাপতি। আচমকা পা হড়কিয়ে পড়ে যান তিনি। যদিও এতে মারাত্মক ধরনের কোনো অসুবিধা হয়নি।

বিজ্ঞাপন

ছবি: সিলেট স্টেডিয়ামে দুর্ঘটনার সময় পাপন

সিলেটে নাজমুল হাসান পাপন আসা উপলক্ষে স্টেডিয়ামপাড়া দারুণভাবে সেজেছিল। নানা প্ল্যাকার্ড এবং বর্ণিল সাজে সেজেছিল সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

বিজ্ঞাপন

মাঠে এসে ভিআইপি বক্সে প্রবেশের সময় পাপনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। বিসিবি সভাপতি ভিআইপি বক্সে ওঠার সময় সিড়িতে পা হড়কিয়ে পড়ে যান। অবশ্য কোনো বড় অসুবিধা না হওয়ায় সঙ্গে সঙ্গে উঠে যান তিনি। এরপর হেঁটে ভিআইপি বক্সে চলে যান।

সিলেটে এসে অবশ্য পরবর্তীতে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন বিসিবি সভাপতি। কথা বলেছেন জাতীয় দল, কোচ এবং মাশরাফী বিন মোর্ত্তজার অবসরের বিষয়েও।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |