• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

রুদ্ধশাস ফাইনালে হকি বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জানুয়ারি ২০২৩, ১৯:৪০
রুদ্ধশাস ফাইনালে হকি বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি

টানা দুই আসরে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, খেলেছেন হ্যাটট্রিকসহ পাঁচটি হকি বিশ্বকাপের ফাইনাল। সবশেষ ২০১০ বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে হেরে পরাজয়ের কষ্টে পুড়েছিল জার্মানরা। এরপর যেন লম্বা বিরতির মধ্যেই পড়ে গিয়েছিল জার্মান হকি খেলোয়াড়রা। তবে ২০২৩ সালে এসে ঠিকই বিশ্বকাপে বিশ্বসেরার মুকুট পুনরুদ্ধার করে নিয়েছে জার্মানরা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিপক্ষে রুদ্ধশ্বাসের ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে ৩-৩ গোলে সমতায় থাকায় শিরোপার ভাগ্য গড়ায় টাইব্রেকারে। তাতেও ফল নিষ্পত্তি না হওয়ায় সাডেন ডেথ-এ ৫-৪ জিতে শেষ হাসি হাসে ইউরোপিয়ান জায়ান্টরা। এই নিয়ে তৃতীয়বারের মতো হকি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জার্মানরা।

১৯৮২ সালে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল জার্মানি। তবে পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপটা ছুঁয়ে দেখা হয়নি তাদের। এরপর দীর্ঘ ২০ বছর অপেক্ষার পর ফাইনালে উঠেই শিরোপা জিতে নেয় তারা। ২০০২ সালে সেবার অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নের তকমা পায় হিটলারের দেশটি।

সেই জয়ের ধারা চলে পরের দুই বিশ্বকাপ পর্যন্তও। তবে ২০০৬ সালে একই প্রতিপক্ষকে হারিয়ে দ্বিতীয়বার খেতাব জেতা দলটি এবার ২০১০ সালের খেতাবি লড়াইয়ে সেই অস্ট্রেলিয়ার কাছে হার মানে। যদিও এবার শিরোপার লড়াইয়ে কোনো ভুল করেনি তারা।

রোববার (২৯ জানুয়ারি) ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত ফাইনালে প্রথম কোয়ার্টারেই বেলজিয়ামের জোড়া গোলে শুরুতেই পিছিয়ে পড়ে জার্মানি। ৯ মিনিটে ফ্লোরেন্টের ফিল্ড গোলে লিড নেওয়ার পরের মিনিটেই কসিন্সের ফিল্ড গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যা বেলজিয়াম। তবে দ্বিতীয় কোয়ার্টারে ১টি গোল শোধ করে দেয় জার্মানি। ২৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিকলাস ওয়েলেনের গোলে স্কোরলাইন ২-১ হয়। এতে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বেলজিয়াম।

তৃতীয় কোয়ার্টারে ৪০ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে জার্মানিকে সমতায় ফিরিয়ে স্কোরলাইন ২-২ করেন গঞ্জালো। এরপর ম্যাচের চতুর্থ বা শেষ কোয়ার্টারে উভয় দল ১টি করে গোল করে। ৪৭ মিনিটে ম্যাটসের ফিল্ড গোলে জার্মানি ৩-২ গোলে এগিয়ে যায়। ৫৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বেলজিয়ামের হয়ে ম্যাচের সমতাসূচক গোলটি করেন টম বুন।

ম্যাচ ৩-৩ গোলের সমতায় দাঁড়িয়ে যাওয়ায় নিষ্পত্তির জন্য গড়ায় শুটআউটে। কিন্তু তাতেও ফল নিষ্পত্তি না হওয়ায় সাডেন ডেথে ৫-৪ জিতে তৃতীয়বার বিশ্বসেরা হয় জার্মানি। এতে বেলজিয়ামকে হারিয়ে শেষ পর্যন্ত বিজয়ের মালা নিজেদের গলায় পরে জার্মানরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহামেডানকে কাঁদিয়ে চ্যালেঞ্জ কাপের প্রথম চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
এবার ইকুয়েডরকে নিয়ে সেভেনআপ গল্প তৈরি আর্জেন্টিনার
‘বিশেষ সুযোগ’ দিয়ে তামিমকে ফেরানোর চেষ্টা
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে শক্তিশালী দল ঘোষণা শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার